কেরানীগঞ্জে ব্যবসায়ী হত্যা

পলাতক ৩ আসামির স্বীকারোক্তি

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
২৮ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর কাঁচাবাজারে গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার র‌্যাব-১০ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২৩ মে সকালে গরু বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে বাজারের মাংস বিক্রেতা রওশন আলী ভুট্টো ও তার লোকজনের পিটুনিতে নিহত হন আহসান উল্লাহ। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোক্তার হোসেন বাদী হয়ে ভুট্টোসহ ১০ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা গা-ঢাকা দেয়।

র‌্যাব জানায়, পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ২৬ মে র‌্যাব-১০ এর একটি দল র‌্যাব-৮ এর সহযোগিতায় পটুয়াখালী জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে কেরানীগঞ্জে গরু ব্যবসায়ী আহসান উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী আহম্মদ আলী কালু ও রবিউলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন