গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

 গাজীপুর প্রতিনিধি 
২৮ মে ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওয়াবাড়ীর কলেজ গেট এলাকার বুলবুলি হত্যার রহস্য উদ্ঘাটন করে ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি স্বামী মাসুদ রানাকে গ্রেফতার করেছেন পিবিআই সদস্যরা। মাসুদ রানা নওগাঁ জেলার রানীনগর থানার উত্তর রাজাপুর এলাকার ফিরোজ সিকদারের ছেলে।

পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ঘটনার ৭ বছর পূর্বে মাসুদ রানা একই জেলার মহাদেবপুর থানার বামনসাতা এলাকার আয় বাবুর মেয়ে ভিকটিম বুলবুলি বেগমকে বিয়ে করে কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী কলেজ গেট মিজানের বাড়িতে ভাড়া থাকত। ভিকটিম একটি গার্মেন্টে হেলপার হিসাবে কাজ করত। পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। ২০২২ সালের ২ সেপ্টেম্বর ঘটনার আগের দিন রাতে তাদের ঝগড়া হলে বুলবুলি স্বামীকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। পরদিন সকালে ভিকটিম বুলবুলি বেগমকে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। পিবিআই গাজীপুরের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ মে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর এলাকা থেকে গ্রেফতার করার একদিন পর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন