১২ কোটির নাগরদোলা কিনতে ৪৯ কোটি টাকার প্রস্তাব
সাংস্কৃতিক পল্লি তৈরির জন্য বিদেশ থেকে ‘ফেরিস হুইল’ (নাগরদোলা) কিনতে প্রায় ৪৯ কোটি টাকা চেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একই মানের নাগরদোলা কিছুদিন আগে ফরিদপুরের একটি প্রকল্পের জন্য কেনা হয় ১২ কোটি টাকায়। এই বিদেশি রাইড কিনতে ৩৭ কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। একই সঙ্গে ব্যয় কমানোর সুপারিশ করেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ‘জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লি নির্মাণ প্রকল্প’-এর আওতায় এই অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। চলমান প্রকল্পটি ১২৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে অনুমোদন পায়। পরবর্তী সময়ে ব্যয় প্রায় ৮০ শতাংশ বাড়িয়ে ২২৯ কোটি ৩০ লাখ টাকা ধরে প্রথম সংশোধন করা হয়। এখন পর্যন্ত ব্যয়ের অগ্রগতি ১৩০ কোটি টাকা। ব্যয় বাড়িয়ে এখন ২৩৩ কোটি ৩৭ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পের অন্যতম খাত নাগরদোলা স্থাপন। যেহেতু এটি একটি সম্পূর্ণ আমদানি পণ্য, সেহেতু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ডলার ব্যবহার করে নাগরদোলা কেনার যৌক্তিকতা নিয়ে আলোচনার সুপারিশ করা হয়েছে। এ নাগরদোলা কেনার জন্য চার দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার বা ৪৯ কোটি টাকার প্রয়োজন। দেশের বর্তমান প্রেক্ষাপটে বিলাসবহুল এ রাইড কেনার বিষয়ে অর্থ বিভাগের মতামত চাওয়ার কথাও বলেছে পরিকল্পনা কমিশন।
১২ কোটির নাগরদোলা কিনতে ৪৯ কোটি টাকার প্রস্তাব
যুগান্তর প্রতিবেদন
০২ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাংস্কৃতিক পল্লি তৈরির জন্য বিদেশ থেকে ‘ফেরিস হুইল’ (নাগরদোলা) কিনতে প্রায় ৪৯ কোটি টাকা চেয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একই মানের নাগরদোলা কিছুদিন আগে ফরিদপুরের একটি প্রকল্পের জন্য কেনা হয় ১২ কোটি টাকায়। এই বিদেশি রাইড কিনতে ৩৭ কোটি টাকা বাড়তি চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। একই সঙ্গে ব্যয় কমানোর সুপারিশ করেছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ‘জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লি নির্মাণ প্রকল্প’-এর আওতায় এই অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। চলমান প্রকল্পটি ১২৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে অনুমোদন পায়। পরবর্তী সময়ে ব্যয় প্রায় ৮০ শতাংশ বাড়িয়ে ২২৯ কোটি ৩০ লাখ টাকা ধরে প্রথম সংশোধন করা হয়। এখন পর্যন্ত ব্যয়ের অগ্রগতি ১৩০ কোটি টাকা। ব্যয় বাড়িয়ে এখন ২৩৩ কোটি ৩৭ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পের অন্যতম খাত নাগরদোলা স্থাপন। যেহেতু এটি একটি সম্পূর্ণ আমদানি পণ্য, সেহেতু বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ডলার ব্যবহার করে নাগরদোলা কেনার যৌক্তিকতা নিয়ে আলোচনার সুপারিশ করা হয়েছে। এ নাগরদোলা কেনার জন্য চার দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার বা ৪৯ কোটি টাকার প্রয়োজন। দেশের বর্তমান প্রেক্ষাপটে বিলাসবহুল এ রাইড কেনার বিষয়ে অর্থ বিভাগের মতামত চাওয়ার কথাও বলেছে পরিকল্পনা কমিশন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023