সড়ক বিভাজক নির্মাণে গাছ কর্তন
দায়িত্বে অবহেলায় ডিএনসিসির দুই প্রকৌশলীকে বরখাস্ত
যুগান্তর প্রতিবেদন
০২ জুন ২০২৩, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ
কাজের সময় দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মো. সুজা উদ্দিন মামুন এবং উপ-সহকারী প্রকৌশলী মো. সুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজধানীর মিরপুরের টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে গাছ কর্তন করা হলে তাদের এ দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে আসে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএম রহমান ইন্টারন্যাশনালকে কালো তালিকাভুক্ত করে ডিএনসিসি। বৃহস্পতিবার এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসানের স্বাক্ষরিত পৃথক ৩টি অফিস আদেশ জারি করা হয়।
দায়িত্বে অবহেলায় ডিএনসিসির দুই প্রকৌশলীকে বরখাস্ত
সড়ক বিভাজক নির্মাণে গাছ কর্তন
যুগান্তর প্রতিবেদন
০২ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাজের সময় দায়িত্বে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মো. সুজা উদ্দিন মামুন এবং উপ-সহকারী প্রকৌশলী মো. সুরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজধানীর মিরপুরের টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে গাছ কর্তন করা হলে তাদের এ দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে আসে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএম রহমান ইন্টারন্যাশনালকে কালো তালিকাভুক্ত করে ডিএনসিসি। বৃহস্পতিবার এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসানের স্বাক্ষরিত পৃথক ৩টি অফিস আদেশ জারি করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023