কাপাসিয়ার ক্যাডেট একাডেমি স্কুল
স্কুলছাত্রীকে বেধড়ক মারধর আ.লীগ নেত্রীর
শ্রেণিকক্ষে দুষ্টুমি করার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রীকে মারধর করেছেন স্কুলের পরিচালক ও আওয়ামী লীগ নেত্রী উম্মে কুলসুম শিল্পী। ছাত্রীর পরিবার ঘটনাটি প্রশাসনকে জানিয়েছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার ‘গাজীপুর ক্যাডেট একাডেমি স্কুলে’ ঘটনাটি ঘটে।
মারধরের শিকার সিদরাতুল মুনতাহা মীম উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের মফিজুল হকের মেয়ে। মীমের চাচা মঞ্জুরুল হক জানান, একটি বিষয় নিয়ে ক্লাসে কয়েকজন ছাত্রী হাসাহাসি করে। এ সময় শ্রেণিশিক্ষক তাদের শাসনও করেন। কিন্তু বিষয়টি সিসি ক্যামেরায় দেখে স্কুলের পরিচালক শিল্পী তেড়ে যান। প্রথমে প্লাস্টিকের চেয়ার এবং পরে লাঠি দিয়ে তিনি এলোপাতাড়ি মারধর করেন। এতে মীমের শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে বলেও তিনি জানান।
মারধরের কথা স্বীকার করে জেলা আওয়ামী মহিলা লীগের যুগ্মসম্পাদক ও জেলা পরিষদ সদস্য উম্মে কুলসুম শিল্পী যুগান্তরকে বলেন, এ যুগের মেয়েরা বেশি অন্যরকম। দুষ্টুমির জন্য মীমকে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া আমাদের খরচে তাকে চিকিৎসাও দেওয়া হয়েছে। এখন বিষয়টি মীমাংসার পথে। স্কুলটির পরিচালক শিল্পী আরও বলেন, ‘এটা নিয়ে আর নিউজ করার দরকার নেই। নিউজ বন্ধ করে চায়ের দাওয়াতে আসেন।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম যুগান্তরকে বলেন, বিষয়টি জেনে ইউএনও’র সঙ্গে কথা বলেছি। এছাড়া বিষয়টি জানতে অভিযুক্ত উম্মে কুলসুম শিল্পীকে ফোন দিয়েছি। তবে তিনি জেলা পরিষদের মিটিংয়ে থাকায় তার বক্তব্য জানতে পারিনি। ওই ছাত্রীর অভিভাবক লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও একেএম গোলাম মোর্শেদ খান যুগান্তরকে বলেন, বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। ছবি দেখেছি। শিক্ষা কর্মকর্তাকে ইতোমধ্যে ছাত্রীর পরিবার ও স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্কুলছাত্রীকে বেধড়ক মারধর আ.লীগ নেত্রীর
কাপাসিয়ার ক্যাডেট একাডেমি স্কুল
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
০২ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
শ্রেণিকক্ষে দুষ্টুমি করার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রীকে মারধর করেছেন স্কুলের পরিচালক ও আওয়ামী লীগ নেত্রী উম্মে কুলসুম শিল্পী। ছাত্রীর পরিবার ঘটনাটি প্রশাসনকে জানিয়েছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার ‘গাজীপুর ক্যাডেট একাডেমি স্কুলে’ ঘটনাটি ঘটে।
মারধরের শিকার সিদরাতুল মুনতাহা মীম উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের মফিজুল হকের মেয়ে। মীমের চাচা মঞ্জুরুল হক জানান, একটি বিষয় নিয়ে ক্লাসে কয়েকজন ছাত্রী হাসাহাসি করে। এ সময় শ্রেণিশিক্ষক তাদের শাসনও করেন। কিন্তু বিষয়টি সিসি ক্যামেরায় দেখে স্কুলের পরিচালক শিল্পী তেড়ে যান। প্রথমে প্লাস্টিকের চেয়ার এবং পরে লাঠি দিয়ে তিনি এলোপাতাড়ি মারধর করেন। এতে মীমের শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে বলেও তিনি জানান।
মারধরের কথা স্বীকার করে জেলা আওয়ামী মহিলা লীগের যুগ্মসম্পাদক ও জেলা পরিষদ সদস্য উম্মে কুলসুম শিল্পী যুগান্তরকে বলেন, এ যুগের মেয়েরা বেশি অন্যরকম। দুষ্টুমির জন্য মীমকে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া আমাদের খরচে তাকে চিকিৎসাও দেওয়া হয়েছে। এখন বিষয়টি মীমাংসার পথে। স্কুলটির পরিচালক শিল্পী আরও বলেন, ‘এটা নিয়ে আর নিউজ করার দরকার নেই। নিউজ বন্ধ করে চায়ের দাওয়াতে আসেন।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম যুগান্তরকে বলেন, বিষয়টি জেনে ইউএনও’র সঙ্গে কথা বলেছি। এছাড়া বিষয়টি জানতে অভিযুক্ত উম্মে কুলসুম শিল্পীকে ফোন দিয়েছি। তবে তিনি জেলা পরিষদের মিটিংয়ে থাকায় তার বক্তব্য জানতে পারিনি। ওই ছাত্রীর অভিভাবক লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও একেএম গোলাম মোর্শেদ খান যুগান্তরকে বলেন, বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। ছবি দেখেছি। শিক্ষা কর্মকর্তাকে ইতোমধ্যে ছাত্রীর পরিবার ও স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023