কাঁচপুরে যাত্রীবাহী বাসের টাকা লুট, চাঁদাবাজ গ্রেফতার

 যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) 
০৫ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে সেন্টু মিয়া নামে এক চিহ্নিত পরিবহণ চাঁদাবাজকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ী এলাকা থেকে উত্তরবঙ্গে চলাচলকারী মামুন পরিবহণের একটি বাস থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক নগদ টাকা লুট করার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেন্টু মিয়া সোনারগাঁ উপজেলার সোনাখালি এলাকার রফিকুল ইসলামের ছেলে। এ সময় পুলিশ তার কাছ থেকে লুট করা ৫ হাজার ৫শ’ টাকা উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) ইব্রাহিম জানান, সেন্টু দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি করে আসছিল। গ্রেফতারের পর তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন