রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই তীরে উচ্ছেদ অভিযান

 রূপগঞ্জ প্রতিনিধি 
০৫ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন বিআইডব্লিউটির কর্তৃপক্ষ। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুড়াপাড়া ও বানিয়াদি এলাকায় এ উচ্ছেদ পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, বিআইডব্লিউটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার। এ সময় মুড়াপাড়া ও বানিয়াদি এলাকার বিল্লালের ঘাট, জব্বার মেম্বারের বালুর গদি, এলাইট জুটমিলের স্থাপনা, পাশটি বাঁশের জেটি, আর পাঁচটি টিনের স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, এই অভিযান টানা ছয় দিন চলবে। প্রথম দিনে বালুর গদি, জুটমিলের স্থাপনা, পাশটি বাঁশের জেটি, আর পাঁচটি টিনেরঘরসহ প্রায় ২৫টির মতো স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন