পলিথিন ব্যবহার শূন্যের কোঠায় আনতে হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ লাগানো, পরিচর্যা করা এবং পলিথিন ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। এ ছাড়া শব্দদূষণ এবং পরিবেশ দূষণ রোধ করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব হাবিবুন নাহার, প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, বিশ্ব পরিবেশ দিবস পালনে আমরা যাবতীয় কার্যক্রম গ্রহণ করেছি। কর্মসূচির মধ্যে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ আয়োজন করা হয়েছে। থাকছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টায় গণভবনে বৃক্ষরোপণের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর বৃক্ষমেলা উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক ২০২২, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক হস্তান্তর করা হবে।
পলিথিন ব্যবহার শূন্যের কোঠায় আনতে হবে: পরিবেশমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
০৫ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ লাগানো, পরিচর্যা করা এবং পলিথিন ব্যবহার শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে। এ ছাড়া শব্দদূষণ এবং পরিবেশ দূষণ রোধ করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব হাবিবুন নাহার, প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, বিশ্ব পরিবেশ দিবস পালনে আমরা যাবতীয় কার্যক্রম গ্রহণ করেছি। কর্মসূচির মধ্যে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ আয়োজন করা হয়েছে। থাকছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টায় গণভবনে বৃক্ষরোপণের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর বৃক্ষমেলা উদ্বোধনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক ২০২২, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক হস্তান্তর করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023