কাপাসিয়ায় মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে অভিযোগ

সত্যতা পেল তদন্ত কর্মকর্তা

 কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 
০৫ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কাপাসিয়ায় স্কুল ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগের সত্যতা পেল তদন্ত কর্মকর্তা। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতন ও রাওনাট হাছানিয়া আলিম মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি নজরুল ইসলাম পাঠানের বিরুদ্ধে অভিযোগে তদন্ত প্রতিবেদনে কমিটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। ইতঃপূর্বে শিক্ষা সচিব, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর নিয়োগ বাণিজ্যসহ ১৭টি অভিযোগের বিপরীতে একাধিক লিখিত অভিযোগ করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা। এ নিয়ে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকায় ‘কাপাসিয়ায় স্কুল ও মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ’ এবং ‘কাপাসিয়ায় স্কুল ও মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে যত অভিযোগ’ শিরোনামে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে যথাযথ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন