সিদ্ধিরগঞ্জে রেলওয়ের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
০৮ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঠানটুলী এলাকায় রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল্লাহর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদির খান জানান, শহরের চাষাঢ়া থেকে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের ভাষা সৈনিক বেগম নাগিনা জোহা সড়ক নির্মাণের জন্য রেলওয়ের কাছ থেকে ইজারা মূল্যে জায়গা বরাদ্দ পায় নারায়ণগঞ্জ সড়ক বিভাগ।

২০১৯ সালে সড়কটির নির্মাণ কাজ শুরু হয় এবং এরইমধ্যে প্রায় ৯২ শতাংশ কাজ সম্পন্ন হয়। তবে হাজীগঞ্জ থেকে পাঠানটুলী পর্যন্ত প্রায় আধা কিলোমটিার জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সড়কটি সংকুচিত হয়ে পড়ে এবং নির্মাণ কাজ বাধাগ্রস্ত হয়। তাই রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা উচ্ছেদ অভিযান চালিয়ে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িসহ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন