ঝড়ে সঞ্চালন লাইনে ত্রুটি

আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ

 যুগান্তর প্রতিবেদন 
০৮ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার বিকাল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে। পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) জানিয়েছে, সঞ্চাল লাইন ঠিক করা হয়েছে। রাতের মধ্যে সরবাহ শুরু হতে পারে। আদানির কয়লাভিত্তিক কড্ডা কেন্দ্রের একটি ইউনিট থেকে বর্তমানে প্রতিদিন গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর দিয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে প্রবেশ করছে। রোহনপুরে টর্নেডোর কারণে লাইন ট্রিপ করে বলে পিজিসিবির কর্মকর্তারা জানিয়েছেন। দুই-তিন ঘণ্টার মধ্যে সঞ্চালন লাইন ঠিক হয়ে যায়। এখন কেন্দ্র চালু হলেই বিদ্যুৎ সরবরাহ চালু হবে বলে জানিয়েছে পিজিসিবি। আদানি বন্ধের কারণে জাতীয় গ্রিডে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন