ঢাবির বাণিজ্য ইউনিটে পাশ ১১.৮৪ শতাংশ

 ঢাবি প্রতিনিধি 
০৯ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ হাজার ২৩৫ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন। পাশের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। এক হাজার ৫০ জন শিক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসাবে বাণিজ্য ইউনিটের ফল প্রকাশ করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

১৩ মে এই ইউনিটের পরীক্ষা হয়েছিল। বাণিজ্য ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ ইবনে মাসুদ। মানবিক থেকে প্রথম হন গোপালগঞ্জের লাল মিয়া সিটি কলেজের ছাত্র মোহাম্মদ জ্বিলহাজ শেখ। বাণিজ্য শাখায় প্রথম হন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মেহরাব হোসাইন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন