কাপাসিয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

 কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 
১০ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের সরকারের পুকুরে বিষ দিয়ে করে ২ লাখ টাকার মাছ নিধন করার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে। এব্যাপারে শুক্রবার বিকালে ভুক্তভোগী নয়ন সরকার বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, রাতের আঁধারে কে বা কারা পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুকুরের রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পুঁটিসহ নানা প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন