কালিয়াকৈরে মহানাম যজ্ঞানুষ্ঠান

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 
১০ জুন ২০২৩, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের বোয়ালী এলাকায় শুক্রবার মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের সব জীবের শান্তি ও কল্যাণ কামনায় বোয়ালী পঞ্চবটি তলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন পাকুল্লার দুলাল চক্রবর্তী, সাতক্ষীরার কুমারী আসলতা সরকার, নওগাঁর কুমারী সুমিত্রা সরকার মিতালী। মন্দিরের সভাপতি অখিলেশ মজুমদার ও সম্পাদক গোপাল চন্দ্র দাসের সার্বিক তত্ত্বাবধানে ওই উৎসবে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন সিকদার মোশাররফ, আকবর আলী, মুরাদ কবির ও রেজাউল করিম রাসেল, সিকদার জহিরুল ইসলাম জয়, আফজাল হোসেন, বাবু চান মোহন রায়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন