নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান ড. মুজিবুর
৪৩ অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের দফতর বদল
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি (পিআরএল) থাকা সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার। পিআরএল বাতিল করে তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এছাড়া প্রশাসনের ১৬ অতিরিক্ত সচিব ও ২৭ যুগ্মসচিবকে বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়, জাতীয় সমুদ্র গবেষণা ইন্সটিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) অশোক কুমার বিশ্বাসকে কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক পদে, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব এম বদরুল আরেফিনকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক পদে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আলমগীরকে হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। পাশাপাশি ওএসডি অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব পদে, মোজাহেদ হোসেন ও ড. নুরুল কাদিরকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে, সাইফুল্লাহ মকবুল মোর্শেদকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, নুরুল কবীর সিদ্দিককে পরিকল্পনা বিভাগে, খন্দকার মোস্তাফিজুর রহমানকে শিল্প মন্ত্রণালয়ে, শফিউদ্দিন আহমদকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে, ড. কৃষ্ণা গায়েনকে আইসিটি বিভাগে, ডা. সাজেদুল হাসানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব স্মৃতি রানী ঘরামীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে, পরিবেশ অধিদফতরের পরিচালক ড. সুলতান আহমেদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাহিদুল ইসলামকে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব পদে এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরের নিবন্ধক মোশাররফ হোসেনকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
