স্পোর্টস ডেস্ক ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রবীণ দাবা খেলোয়াড় বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় বেগম লায়লা আলম দশম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতা আগামী রোববার শুরু হবে। সব বয়সী মহিলা ও বালিকাদের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহীদের আগামী শনিবারের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে দুইশ’ টাকা এন্ট্রি ফিসহ নাম জমা দিতে বলা হয়েছে। প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকছে ৬৫ হাজার টাকার অর্থপুরস্কার।
চেন্নাই ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা
ভারতে চেন্নাই ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন। গোল্ডেন স্পোর্টিং ক্লাবের মো. মাসুম রাহী দেড় ও আলী আহসান হওয়েল এক পয়েন্ট পেয়েছেন। রোববার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় আবজিদ ভারতের ফাতিমা আবদিনকে হারান। রাহী ভারতের স্নেহাল ভোসলের কাছে ও জুয়েল ভারতের তেজাস সুরেশ কুমারের কাছে হেরে যান।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯