বিবিসি স্পোর্ট ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার মৃতদেহ পাওয়া গেছে। পাওয়া যায়নি তাকে বহনকারী বিমানের পাইলট ডেভিড ইবোটসনের লাশ। সালার উদ্ধার অভিযানে কিলিয়ান এমবাপ্পে সহায়তা করেছেন অর্থ দিয়ে। এবার ইবোটসনের জন্যও অনুদান দিয়েছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা এমবাপ্পে। ইবোটসনের উদ্ধার অভিযানে প্রায় ২৭ হাজার পাউন্ড অনুদান দিয়েছেন তিনি।
পাইলটের পরিবারের পক্ষ থেকে উদ্ধার অভিযানে অনুদান সংগ্রহের আবেদন জানানো হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল ২৮ বছর বয়সী ফুটবলার সালার। দলবদলের ঘোষণার পর ফ্রান্সে গিয়েছিলেন। সেখান থেকে ইংল্যান্ডের কার্ডিফে ফেরার পথে ২১ জানুয়ারি ইংলিশ চ্যানেলে তাকে বহনকারী বিমানটি নিখোঁজ হয়।
উদ্ধার অভিযানের পর শুধু সালার মৃতদেহ ও বহনকারী বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও বিমানের পাইলটের হদিস মেলেনি। এই অবস্থায় ব্যক্তি উদ্যোগে উদ্ধার অভিযানে প্রয়োজন প্রচুর অর্থের। ইংলিশ পাইলটকে উদ্ধারে এগিয়ে এসেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক গ্যারি লিনেকারও। তিনি দিয়েছেন এক হাজার পাউন্ড।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯