গাইবান্ধায় টি ২০ নারী ক্রিকেট

 গাইবান্ধা প্রতিনিধি  
০৫ মার্চ ২০১৯, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা ও এসকেএস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে স্থানীয় শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে টি ২০ নারী ক্রিকেট লিগে সোমবার আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ দল ৫৮ রানে দক্ষিণ কামারজানি হাইস্কুল দলকে এবং জিইউকে উচ্চবিদ্যালয় দল সাত উইকেটে পিয়ারাপুর উচ্চবিদ্যালয় দলকে হারায়। আজ গাইবান্ধা এনএইচ মডার্ন হাইস্কুল দল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল এবং আসাদুজ্জামান স্কুল ও কলেজ দল এবং স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চবিদ্যালয় দল মুখোমুখি হবে।

পীরগঞ্জে হাডুডু

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা পীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার রামনাথপুর ইউনিয়নের গনিরবাজারে আবদুল্লাপুর ও চতরা ইউনিয়নের মধ্যে খেলাটি হয়। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ নুর মোহাম্মদ মণ্ডল প্রধান অতিথির বক্তব্য রাখেন। খেলায় আবদুল্লাপুর ৪৮ পয়েন্ট পেয়ে বিজয়ী হয়। চতরা ৩৩ পয়েন্ট পায়। পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

আগৈলঝাড়ায় ক্রিকেট

বরিশালের আগৈলঝাড়ায় বন্ধুমহলের উদ্যোগে একদিনের প্রীতি ক্রিকেট অনুষ্ঠিত হয় সোমবার। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত খেলায় কলেজ শিক্ষার্থীদের ১০ রানে হারায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নিতিশ সরকার, অমিতোষ রায়, সুমান্ত ঘরামী ও সুমন দাস। খেলা পরিচালনা করেন মামুন সরদার ও অসীম ঘরামী। আগৈলঝাড়া প্রতিনিধি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন