ভারতের প্রথম ম্যাচে কোহলি অনিশ্চিত
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত মাঠে নামবে বুধবার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে অধিনায়ককে নিয়ে শঙ্কায় ভারত। ইনজুরির কারণে প্রথম ম্যাচে অনিশ্চিত বিরাট কোহলি।
আঙুলের ইনজুরি কোহলির। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন অধিনায়ক। আঙুলে আঘাত পাওয়ার পর ভারতীয় দলের ফিজিও বেশ কিছুক্ষণ কোহলিকে চিকিৎসা দেন। তবে এটা নিশ্চিত হয়নি যে, ফিল্ডিং করার সময় নাকি নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঘাত পেয়েছেন কোহলি। অনুশীলন ছেড়ে কোহলি যখন বেরিয়ে যান, তখন বরফে তাকে আঙুল ডুবিয়ে রাখতে দেখা
যায়। ভারতীয় দল থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি কিছু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ৫ জুনের ম্যাচ ভারতের প্রথম হলেও দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচ। ভারতের প্রথম ম্যাচে খেলতে না
পারলে ৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন বিরাট কোহলি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতের প্রথম ম্যাচে কোহলি অনিশ্চিত
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত মাঠে নামবে বুধবার। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে অধিনায়ককে নিয়ে শঙ্কায় ভারত। ইনজুরির কারণে প্রথম ম্যাচে অনিশ্চিত বিরাট কোহলি।
আঙুলের ইনজুরি কোহলির। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন অধিনায়ক। আঙুলে আঘাত পাওয়ার পর ভারতীয় দলের ফিজিও বেশ কিছুক্ষণ কোহলিকে চিকিৎসা দেন। তবে এটা নিশ্চিত হয়নি যে, ফিল্ডিং করার সময় নাকি নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঘাত পেয়েছেন কোহলি। অনুশীলন ছেড়ে কোহলি যখন বেরিয়ে যান, তখন বরফে তাকে আঙুল ডুবিয়ে রাখতে দেখা
যায়। ভারতীয় দল থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি কিছু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ৫ জুনের ম্যাচ ভারতের প্রথম হলেও দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচ। ভারতের প্রথম ম্যাচে খেলতে না
পারলে ৯ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন বিরাট কোহলি।