দলে ফিরতে ধোনিকে শর্ত শাস্ত্রীর
বিশ্বকাপের পর ক্রিকেট থেকে দূরে আছেন এমএস ধোনি। কবে মাঠে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কি না এ নিয়ে জল্পনার শেষ নেই। এ নিয়ে মুখ খুললেন ভারতের কোচ রবি শাস্ত্রী। জানিয়ে দিলেন, ধোনি কবে ফিরবেন সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। তবে তিনি ফিরতে চাইলেই যে তাকে ফেরানো হবে না, এমন ইঙ্গিতও দিয়েছেন শাস্ত্রী।
এতদিন নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখে ধোনি নিজেই জল্পনার জন্ম দিয়েছেন। তিনি কি আদৌ ফিরবেন? এ প্রসঙ্গে শাস্ত্রী বলেছেন, ‘ধোনিকেই ঠিক করতে হবে তিনি কী চান। তাকে ঠিক করতে হবে তিনি কবে ঘরোয়া ক্রিকেটে ফিরবেন। নির্বাচকদের সেকথা জানানোর দায়িত্বও মাহির নিজের।’
ধোনির দলে ফেরার ব্যাপারে শর্ত আরোপ করেছেন শাস্ত্রী। বলেছেন, ‘ধোনি দলে ফিরতে চায় কি না সেটা তাকেই ঠিক করতে হবে। বিশ্বকাপের পর তার সঙ্গে আমার দেখা হয়নি। কথাও হয়নি। তবে দলে ফেরার জন্য তাকে আবার ক্রিকেট খেলাটা শুরু করতে হবে। কারণ বিশ্বকাপের পর সে আর মাঠে নামেনি।’
শাস্ত্রী ধোনির প্রশংসা করে বলেন, ‘নিঃসন্দেহে মাহি ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। একেবারে ওপরের সারিতে থাকবে।’ বিশ্বকাপের পর একের পর এক সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ধোনি। ওয়েস্ট ইন্ডিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলেননি। নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজেও অনিশ্চিত বিশ্বকাপজয়ী অধিনায়ক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দলে ফিরতে ধোনিকে শর্ত শাস্ত্রীর
বিশ্বকাপের পর ক্রিকেট থেকে দূরে আছেন এমএস ধোনি। কবে মাঠে ফিরবেন কিংবা আদৌ ফিরবেন কি না এ নিয়ে জল্পনার শেষ নেই। এ নিয়ে মুখ খুললেন ভারতের কোচ রবি শাস্ত্রী। জানিয়ে দিলেন, ধোনি কবে ফিরবেন সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। তবে তিনি ফিরতে চাইলেই যে তাকে ফেরানো হবে না, এমন ইঙ্গিতও দিয়েছেন শাস্ত্রী।
এতদিন নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রেখে ধোনি নিজেই জল্পনার জন্ম দিয়েছেন। তিনি কি আদৌ ফিরবেন? এ প্রসঙ্গে শাস্ত্রী বলেছেন, ‘ধোনিকেই ঠিক করতে হবে তিনি কী চান। তাকে ঠিক করতে হবে তিনি কবে ঘরোয়া ক্রিকেটে ফিরবেন। নির্বাচকদের সেকথা জানানোর দায়িত্বও মাহির নিজের।’
ধোনির দলে ফেরার ব্যাপারে শর্ত আরোপ করেছেন শাস্ত্রী। বলেছেন, ‘ধোনি দলে ফিরতে চায় কি না সেটা তাকেই ঠিক করতে হবে। বিশ্বকাপের পর তার সঙ্গে আমার দেখা হয়নি। কথাও হয়নি। তবে দলে ফেরার জন্য তাকে আবার ক্রিকেট খেলাটা শুরু করতে হবে। কারণ বিশ্বকাপের পর সে আর মাঠে নামেনি।’
শাস্ত্রী ধোনির প্রশংসা করে বলেন, ‘নিঃসন্দেহে মাহি ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। একেবারে ওপরের সারিতে থাকবে।’ বিশ্বকাপের পর একের পর এক সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ধোনি। ওয়েস্ট ইন্ডিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলেননি। নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজেও অনিশ্চিত বিশ্বকাপজয়ী অধিনায়ক।