আকবরকে গণসংবর্ধনা দেবে রসিক
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীকে গণসংবর্ধনা দেবে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। মঙ্গলবার গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথা জানান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গণসংবর্ধনার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি মেয়র বলেন, ‘বাংলাদেশের বিশ্বকাপ জয় বলতেই আকবর নামটা চলে আসবে। আকবর শুধু রংপুর নয়, সারা দেশের গর্ব। ক্রিকেট বিশ্বের গর্ব। রংপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাকে সংবর্ধিত করব।’ তিনি বলেন, ‘আত্মবিশ্বাসী আকবর আলীর পথ ধরে আগামীর তারুণ্য বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এগিয়ে নিয়ে যাবে। অন্য সবার মতো আমিও একই স্বপ্ন দেখি।’
রসিক মেয়র বলেন, ‘পৃথিবীর বহু দেশে পেশার দক্ষতা দেখে পৃষ্ঠপোষকতা করা হয়। আমাদের দেশে সেটি হয় না। আমি চাই আকবর আলীকে তার দক্ষতা ও যোগ্যতার যথাযথ পৃষ্ঠপোষকতা দেয়া হোক। এতে হাজারো আকবর তৈরি হবে। যারা একদিন পিছিয়ে পড়া বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাবে।’
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশ্ব জয়ের ঐতিহাসিক অর্জনের নায়ক আকবর আলীসহ দলের সব খেলোয়াড়, তাদের পরিবার, ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে ধন্যবাদ জানান সিটি মেয়র।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আকবরকে গণসংবর্ধনা দেবে রসিক
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীকে গণসংবর্ধনা দেবে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। মঙ্গলবার গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথা জানান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। গণসংবর্ধনার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি মেয়র বলেন, ‘বাংলাদেশের বিশ্বকাপ জয় বলতেই আকবর নামটা চলে আসবে। আকবর শুধু রংপুর নয়, সারা দেশের গর্ব। ক্রিকেট বিশ্বের গর্ব। রংপুরের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাকে সংবর্ধিত করব।’ তিনি বলেন, ‘আত্মবিশ্বাসী আকবর আলীর পথ ধরে আগামীর তারুণ্য বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এগিয়ে নিয়ে যাবে। অন্য সবার মতো আমিও একই স্বপ্ন দেখি।’
রসিক মেয়র বলেন, ‘পৃথিবীর বহু দেশে পেশার দক্ষতা দেখে পৃষ্ঠপোষকতা করা হয়। আমাদের দেশে সেটি হয় না। আমি চাই আকবর আলীকে তার দক্ষতা ও যোগ্যতার যথাযথ পৃষ্ঠপোষকতা দেয়া হোক। এতে হাজারো আকবর তৈরি হবে। যারা একদিন পিছিয়ে পড়া বাংলাদেশকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাবে।’
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশ্ব জয়ের ঐতিহাসিক অর্জনের নায়ক আকবর আলীসহ দলের সব খেলোয়াড়, তাদের পরিবার, ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী এবং দেশবাসীকে ধন্যবাদ জানান সিটি মেয়র।