চোট কাটিয়ে ডর্টমুন্ড ম্যাচের দলে নেইমার
চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডকে নিয়ে দল ঘোষণা করেছেন পিএসজি কোচ টমাস টুখেল।
ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি হবে আজ ডর্টমুন্ডের মাঠে। গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য ঘোষিত ২১ জনের দলে আরও ফিরেছেন আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে ও মিডফিল্ডার পাবলো সারাবিয়া।
গত ১ ফেব্রুয়ারি মোঁপেলিয়ের বিপক্ষে লিগ ম্যাচে পাঁজরে চোট পান নেইমার। এ কারণে চার ম্যাচ বাইরে ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
সবশেষ গত শনিবার লিগ ম্যাচে আমিয়াঁর মাঠে ৪-৪ ড্র করে পিএসজি। নেইমার-এমবাপ্পের কেউই ছিলেন না এই ম্যাচে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চোট কাটিয়ে ডর্টমুন্ড ম্যাচের দলে নেইমার
চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডকে নিয়ে দল ঘোষণা করেছেন পিএসজি কোচ টমাস টুখেল।
ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি হবে আজ ডর্টমুন্ডের মাঠে। গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য ঘোষিত ২১ জনের দলে আরও ফিরেছেন আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে ও মিডফিল্ডার পাবলো সারাবিয়া।
গত ১ ফেব্রুয়ারি মোঁপেলিয়ের বিপক্ষে লিগ ম্যাচে পাঁজরে চোট পান নেইমার। এ কারণে চার ম্যাচ বাইরে ছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
সবশেষ গত শনিবার লিগ ম্যাচে আমিয়াঁর মাঠে ৪-৪ ড্র করে পিএসজি। নেইমার-এমবাপ্পের কেউই ছিলেন না এই ম্যাচে।