প্রাইজমানি পাচ্ছে তেরেঙ্গানু এফসি
প্রাইজমানি পাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি। ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪২ লাখ টাকা) শিগগিরই ক্লাবটির কাছে পৌঁছে দেয়া হবে বলে শনিবার জানান শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি তরফদার রুহুল আমিন। গত বছর অক্টোবরে হয়ে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল তেরেঙ্গানু এফসির জন্য প্রাইজমানির অর্থ এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি। তেরেঙ্গানুর প্রাইজমানির অর্থ পরিশোধের বিষয় নিয়ে তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘প্রাইজমানি দেয়ার ব্যাপারে সরকারের কিছু নির্দেশনা মানতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের কিছু অনুমতির প্রয়োজন রয়েছে। এটা আমরা বাফুফেকে আগে জানিয়েছি। বাফুফে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানিয়েছে ৩০ জুন। আমরা ২ জুলাই বাফুফের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছি। সোমবার হয়তো টাকা পৌঁছে দেবে বাফুফে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রাইজমানি পাচ্ছে তেরেঙ্গানু এফসি
প্রাইজমানি পাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি। ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪২ লাখ টাকা) শিগগিরই ক্লাবটির কাছে পৌঁছে দেয়া হবে বলে শনিবার জানান শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি তরফদার রুহুল আমিন। গত বছর অক্টোবরে হয়ে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল তেরেঙ্গানু এফসির জন্য প্রাইজমানির অর্থ এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) পরিশোধ করা হয়েছে বলে জানান তিনি। তেরেঙ্গানুর প্রাইজমানির অর্থ পরিশোধের বিষয় নিয়ে তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘প্রাইজমানি দেয়ার ব্যাপারে সরকারের কিছু নির্দেশনা মানতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের কিছু অনুমতির প্রয়োজন রয়েছে। এটা আমরা বাফুফেকে আগে জানিয়েছি। বাফুফে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানিয়েছে ৩০ জুন। আমরা ২ জুলাই বাফুফের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছি। সোমবার হয়তো টাকা পৌঁছে দেবে বাফুফে।’