রুবেলের লক্ষ্য টেস্ট দলে ফেরা
সাদা পোশাকের ক্রিকেটে অনিয়মিত পেসার রুবেল হোসেন রঙিন পোশাকে নিজের জায়গা ধরে রেখেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের জেরে সবশেষ টেস্ট সিরিজগুলোতে তাকে দলে রেখেছেন নির্বাচকরা।
আসন্ন শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাড়তি পেসারের ওপর জোর দেবেন তারা। তাই শ্রীলংকা সফরে দলে জায়গা পাওয়ার আশায় ৩০ বছর বয়সী রুবেল।
রোববার অনুশীলনের পর তিনি বলেন, ‘ইংল্যান্ডে খেলা শুরু হয়েছে। এখন পাকিস্তান খেলছে সেখানে। সামনে শ্রীলংকার বিপক্ষে আমাদের সিরিজ। টেস্ট দলে জায়গা পাওয়া আমার লক্ষ্য। সুযোগ পেলে আপ্রাণ চেষ্টা করব ভালো করার। সেই লক্ষ্যেই অনুশীলন করে যাচ্ছি। শ্রীলংকা সিরিজের দিকে তাকিয়ে ফিটনেস, বোলিং ও স্কিল নিয়ে কাজ করছি।’
রুবেল বলেন, ‘যখন করোনা আমাদের দেশে হানা দেয়, তখন ক্রিকেটারদের করার কিছুই ছিল না। আমরা নিজ নিজ জেলায় চলে যাই। নিজেদের মতো ফিটনেস নিয়ে কাজ করেছি। আমি বাগেরহাটে ফিটনেস নিয়ে কাজ করেছি, রানিং করেছি। আমার বাসা নদীর ধারে। বালুতে আমি রানিং করেছি। বোলিং-ব্যাটিংয়ের সুযোগ পাইনি।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রুবেলের লক্ষ্য টেস্ট দলে ফেরা
সাদা পোশাকের ক্রিকেটে অনিয়মিত পেসার রুবেল হোসেন রঙিন পোশাকে নিজের জায়গা ধরে রেখেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের জেরে সবশেষ টেস্ট সিরিজগুলোতে তাকে দলে রেখেছেন নির্বাচকরা।
আসন্ন শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাড়তি পেসারের ওপর জোর দেবেন তারা। তাই শ্রীলংকা সফরে দলে জায়গা পাওয়ার আশায় ৩০ বছর বয়সী রুবেল।
রোববার অনুশীলনের পর তিনি বলেন, ‘ইংল্যান্ডে খেলা শুরু হয়েছে। এখন পাকিস্তান খেলছে সেখানে। সামনে শ্রীলংকার বিপক্ষে আমাদের সিরিজ। টেস্ট দলে জায়গা পাওয়া আমার লক্ষ্য। সুযোগ পেলে আপ্রাণ চেষ্টা করব ভালো করার। সেই লক্ষ্যেই অনুশীলন করে যাচ্ছি। শ্রীলংকা সিরিজের দিকে তাকিয়ে ফিটনেস, বোলিং ও স্কিল নিয়ে কাজ করছি।’
রুবেল বলেন, ‘যখন করোনা আমাদের দেশে হানা দেয়, তখন ক্রিকেটারদের করার কিছুই ছিল না। আমরা নিজ নিজ জেলায় চলে যাই। নিজেদের মতো ফিটনেস নিয়ে কাজ করেছি। আমি বাগেরহাটে ফিটনেস নিয়ে কাজ করেছি, রানিং করেছি। আমার বাসা নদীর ধারে। বালুতে আমি রানিং করেছি। বোলিং-ব্যাটিংয়ের সুযোগ পাইনি।’