দু’বছর পর সেই ক্রাইস্টচার্চে...
দু’বছর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্ক ক্রিকেট ওভালের সামনে আল নুর মসজিদে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে ৫১ জন মুসল্লির মৃত্যু হয়। আহত হন ৪০ জন।
সেই ক্রাইস্টচার্চে তামিম ইকবালরা পা রাখবেন আগামী ১৫ মার্চ, ওই নৃশংস হত্যাকাণ্ডের ঠিক দুই বছর পর। তার দু’দিন পর ক্রাইস্টচার্চে বাংলাদেশ খেলবে দ্বিতীয় ওয়ানডে। মসজিদে গুলিবর্ষণে মুসল্লিদের প্রাণনাশের ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ১৫ মার্চ।
সেদিন বাংলাদেশ দলের ক্রিকেটাররা জুমার নামাজ আদায় করতে একটু দেরিতে মসজিদে যাওয়ায় প্রাণে রক্ষা পান। তামিম, মুশফিকরা মসজিদে প্রবেশের সময় একজন মহিলা তাদের উদ্দেশে চিৎকার করে ভেতরে যেতে নিষেধ করেন।
বলেন, ‘মসজিদে যেও না। ভেতরে গুলিবর্ষণ চলছে।’ খেলোয়াড়রা তাদের বাসে ফিরে এসে মেঝেতে আশ্রয় নেন। সেই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট ঘটনার ভয়াবহতা তুলে ধরে বলেছিলেন, ‘আমরা অত্যন্ত ভাগ্যবান যে, ভেতরে ছিলাম না। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল, সিনেমায় যেমন দেখায় তেমন ঘটনা ঘটছে। রক্তাক্ত অবস্থায় বহু লোক বেরিয়ে আসছে মসজিদ থেকে।’
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) মঙ্গলবার বাংলাদেশ দলের সফরসূচি ঘোষণা করেছে। আগামী বছর মার্চে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দু’বছর পর সেই ক্রাইস্টচার্চে...
দু’বছর আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্ক ক্রিকেট ওভালের সামনে আল নুর মসজিদে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে ৫১ জন মুসল্লির মৃত্যু হয়। আহত হন ৪০ জন।
সেই ক্রাইস্টচার্চে তামিম ইকবালরা পা রাখবেন আগামী ১৫ মার্চ, ওই নৃশংস হত্যাকাণ্ডের ঠিক দুই বছর পর। তার দু’দিন পর ক্রাইস্টচার্চে বাংলাদেশ খেলবে দ্বিতীয় ওয়ানডে। মসজিদে গুলিবর্ষণে মুসল্লিদের প্রাণনাশের ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ১৫ মার্চ।
সেদিন বাংলাদেশ দলের ক্রিকেটাররা জুমার নামাজ আদায় করতে একটু দেরিতে মসজিদে যাওয়ায় প্রাণে রক্ষা পান। তামিম, মুশফিকরা মসজিদে প্রবেশের সময় একজন মহিলা তাদের উদ্দেশে চিৎকার করে ভেতরে যেতে নিষেধ করেন।
বলেন, ‘মসজিদে যেও না। ভেতরে গুলিবর্ষণ চলছে।’ খেলোয়াড়রা তাদের বাসে ফিরে এসে মেঝেতে আশ্রয় নেন। সেই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট ঘটনার ভয়াবহতা তুলে ধরে বলেছিলেন, ‘আমরা অত্যন্ত ভাগ্যবান যে, ভেতরে ছিলাম না। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল, সিনেমায় যেমন দেখায় তেমন ঘটনা ঘটছে। রক্তাক্ত অবস্থায় বহু লোক বেরিয়ে আসছে মসজিদ থেকে।’
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) মঙ্গলবার বাংলাদেশ দলের সফরসূচি ঘোষণা করেছে। আগামী বছর মার্চে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি ২০ খেলবে।