মাঠে নিজেদের সেরাটা দিতে চান মিঠুন
কাগজে-কলমে বেশ ভারসাম্যপূর্ণ দল গাজী গ্রুপ চট্টগ্রাম। দলে খুব বেশি বয়সী ক্রিকেটার নেই। আবার যারা যুব দল থেকে এসেছেন তারাও পরীক্ষিত। দলের অধিকাংশ ক্রিকেটারই টি ২০ উপযোগী। লম্বা ব্যাটিং লাইনআপের সঙ্গে বোলিংটাও দুর্দান্ত। ব্যাটিংয়ে আছেন সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেনরা। বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গী শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, রকিবুল ইসলামরা। তবে কাগুজে হিসাব বাদ দিয়ে মাঠেই নিজেদের সেরা প্রমাণ করতে চান অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বঙ্গবন্ধু টি ২০ কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ তারা বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
মিঠুনের মতে মাঠের লড়াইটা যদি ছক কষে করা যায় তাহলে শুরুটা রাঙাতে খুব একটা বেগ পেতে হবে না তাদের। বুধবার মিরপুর একাডেমি মাঠে তিনি বলেন, ‘আমি আমার দল নিয়ে অনেক খুশি। আমরা ভারসাম্যপূর্ণ দল। এখন মাঠে প্রমাণ করতে হবে যে আমরা দল হিসেবে কতটা ভালো। আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি আমাদের যে দল, ইতিবাচক ফলই হবে আশা করি।’
অধিনায়ক হিসেবে দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন আস্থা রেখেছেন মিঠুনের ওপর। মিঠুনও সেই আস্থার প্রতিদান দিতে চান। তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমাকে দল যোগ্য মনে করেছে। আমার নিজের এবং দলের সেরা পারফরম্যান্সটা বের করতে সর্বোচ্চ চেষ্টা করব। লক্ষ্য বলতে আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। বর্তমানে থাকতেই বেশি পছন্দ করি। আমার লক্ষ্য প্রতিটি ম্যাচ ধরে এগোনো। এমনকি প্রতিটি বল আমার কাছে গুরুত্বপূর্ণ। এখানে যারা সেরা ক্রিকেট খেলবে তারাই জিতবে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাঠে নিজেদের সেরাটা দিতে চান মিঠুন
কাগজে-কলমে বেশ ভারসাম্যপূর্ণ দল গাজী গ্রুপ চট্টগ্রাম। দলে খুব বেশি বয়সী ক্রিকেটার নেই। আবার যারা যুব দল থেকে এসেছেন তারাও পরীক্ষিত। দলের অধিকাংশ ক্রিকেটারই টি ২০ উপযোগী। লম্বা ব্যাটিং লাইনআপের সঙ্গে বোলিংটাও দুর্দান্ত। ব্যাটিংয়ে আছেন সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেনরা। বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গী শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, রকিবুল ইসলামরা। তবে কাগুজে হিসাব বাদ দিয়ে মাঠেই নিজেদের সেরা প্রমাণ করতে চান অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বঙ্গবন্ধু টি ২০ কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ তারা বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
মিঠুনের মতে মাঠের লড়াইটা যদি ছক কষে করা যায় তাহলে শুরুটা রাঙাতে খুব একটা বেগ পেতে হবে না তাদের। বুধবার মিরপুর একাডেমি মাঠে তিনি বলেন, ‘আমি আমার দল নিয়ে অনেক খুশি। আমরা ভারসাম্যপূর্ণ দল। এখন মাঠে প্রমাণ করতে হবে যে আমরা দল হিসেবে কতটা ভালো। আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি আমাদের যে দল, ইতিবাচক ফলই হবে আশা করি।’
অধিনায়ক হিসেবে দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন আস্থা রেখেছেন মিঠুনের ওপর। মিঠুনও সেই আস্থার প্রতিদান দিতে চান। তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমাকে দল যোগ্য মনে করেছে। আমার নিজের এবং দলের সেরা পারফরম্যান্সটা বের করতে সর্বোচ্চ চেষ্টা করব। লক্ষ্য বলতে আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। বর্তমানে থাকতেই বেশি পছন্দ করি। আমার লক্ষ্য প্রতিটি ম্যাচ ধরে এগোনো। এমনকি প্রতিটি বল আমার কাছে গুরুত্বপূর্ণ। এখানে যারা সেরা ক্রিকেট খেলবে তারাই জিতবে।’