বিলার্দো এখনও জানেন না ম্যারাডোনা নেই
কার্লোস বিলার্দোর কোচিংয়েই ১৯৮৬ বিশ্বকাপ জিতেছিল দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। মাঠ ও মাঠের বাইরে বিলার্দোর প্রিয়পাত্র ছিলেন ম্যারাডোনা।
নিজের সেই প্রিয়পাত্রের মৃত্যুর খবর এখনও জানানো হয়নি আর্জেন্টিনার এই কিংবদন্তি কোচকে।
অনেক দিন ধরেই অসুস্থ ৮২ বছর বয়সী বিলার্দো। পাছে আরও অসুস্থ হয়ে যান, সে আশঙ্কায় ম্যারাডোনার মৃত্যুর ১১ দিন পেরিয়ে গেলেও খবরটা জানানো হয়নি তাকে। এ কারণেই আপাতত টিভি দেখতে দেয়া হচ্ছে না তাকে। বিশেষ একটি উপায়ে খবরটা তাকে জানানোর পরিকল্পনা করেছেন বিলার্দোর ভাই হোর্হে। ’৮৬ বিশ্বকাপজয়ী দলের কয়েকজন খেলোয়াড় তাকে দেখতে এসে কথা প্রসঙ্গে দুঃসংবাদটা জানাবেন বিলার্দোকে।
এদিকে ম্যারাডোনার নামে বুয়েনস এইরেসের একটি রাস্তার নামকরণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ফুটবল রাজপুত্রের সম্মানে নিজেদের স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে নাপোলি। এতদিন যে ভেন্যুর নাম ছিল সান পাওলো, এখন তা বদলে করা হয়েছে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম।
আর্জেন্টাইন কিংবদন্তির সম্মানে শুক্রবার নিজেদের স্টেডিয়ামের নাম পরিবর্তনের ঘোষণা দেয় ইতালির ক্লাবটি। ম্যারাডোনার হাত ধরে দলটি জিতেছিল দুটি লিগ ও একটি উয়েফা কাপ শিরোপা। এরপর আর শিরোপা জেতা হয়নি দলটির। ১৯৮৬ বিশ্বকাপের মহানায়ক ১৯৮৪ সালে বার্সেলোনা থেকে যোগ দেন নাপোলিতে। সাত বছরে দলটির হয়ে করেন ১১৫ গোল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিলার্দো এখনও জানেন না ম্যারাডোনা নেই
কার্লোস বিলার্দোর কোচিংয়েই ১৯৮৬ বিশ্বকাপ জিতেছিল দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। মাঠ ও মাঠের বাইরে বিলার্দোর প্রিয়পাত্র ছিলেন ম্যারাডোনা।
নিজের সেই প্রিয়পাত্রের মৃত্যুর খবর এখনও জানানো হয়নি আর্জেন্টিনার এই কিংবদন্তি কোচকে।
অনেক দিন ধরেই অসুস্থ ৮২ বছর বয়সী বিলার্দো। পাছে আরও অসুস্থ হয়ে যান, সে আশঙ্কায় ম্যারাডোনার মৃত্যুর ১১ দিন পেরিয়ে গেলেও খবরটা জানানো হয়নি তাকে। এ কারণেই আপাতত টিভি দেখতে দেয়া হচ্ছে না তাকে। বিশেষ একটি উপায়ে খবরটা তাকে জানানোর পরিকল্পনা করেছেন বিলার্দোর ভাই হোর্হে। ’৮৬ বিশ্বকাপজয়ী দলের কয়েকজন খেলোয়াড় তাকে দেখতে এসে কথা প্রসঙ্গে দুঃসংবাদটা জানাবেন বিলার্দোকে।
এদিকে ম্যারাডোনার নামে বুয়েনস এইরেসের একটি রাস্তার নামকরণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ফুটবল রাজপুত্রের সম্মানে নিজেদের স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে নাপোলি। এতদিন যে ভেন্যুর নাম ছিল সান পাওলো, এখন তা বদলে করা হয়েছে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম।
আর্জেন্টাইন কিংবদন্তির সম্মানে শুক্রবার নিজেদের স্টেডিয়ামের নাম পরিবর্তনের ঘোষণা দেয় ইতালির ক্লাবটি। ম্যারাডোনার হাত ধরে দলটি জিতেছিল দুটি লিগ ও একটি উয়েফা কাপ শিরোপা। এরপর আর শিরোপা জেতা হয়নি দলটির। ১৯৮৬ বিশ্বকাপের মহানায়ক ১৯৮৪ সালে বার্সেলোনা থেকে যোগ দেন নাপোলিতে। সাত বছরে দলটির হয়ে করেন ১১৫ গোল।