আর্জেন্টিনার নোটে ম্যারাডোনার ছবি!
দিয়েগো ম্যারাডোনার নামে বুয়েনস এইরেসের একটি রাস্তার নাম হচ্ছে। প্রয়াত আর্জেন্টাইন ফুটবলারের প্রতি সম্মান জানাতে এই উদ্যোগ। এবার আর্জেন্টিনার এক সেনেটর সেদেশের মুদ্রায় ম্যারাডোনার ছবি অঙ্কিত করতে চান।
সিনেটর নরমা দুরাঙ্গো গত সোমবার কংগ্রেসে এই প্রস্তাব পেশ করেন। তিনি এমনকি, এক হাজার পেসো (আর্জেন্টিনার মুদ্রা) নোটে ‘হ্যান্ড অব গড’-এর ছবিও চান। বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল নোটে দেখানো নিয়ে আপত্তি তুলেছেন অনেকে।
১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ওই বিতর্কিত গোল করেন ম্যারাডোনা। যদিও সেই ম্যাচেই শতাব্দীসেরা গোলও উপহার দেন আর্জেন্টিনার তারকা। নরমা বলেন, ‘আমাদের লক্ষ্য, ম্যারাডোনাকে স্মরণীয় করে রাখা। তিনি হলেন বিশ্বের দরবারে সেরা আর্জেন্টাইন। ভালো
হোন কিংবা খারাপ। আমার প্রস্তাব অনেকেরই পছন্দ হয়েছে, তবে কিছু মানুষ মেনে নেননি।’ এখন এক হাজার পেসো নোটে রয়েছে আর্জেন্টিনার জাতীয় পাখি রুফস হর্নরোর ছবি। গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আর্জেন্টিনার নোটে ম্যারাডোনার ছবি!
দিয়েগো ম্যারাডোনার নামে বুয়েনস এইরেসের একটি রাস্তার নাম হচ্ছে। প্রয়াত আর্জেন্টাইন ফুটবলারের প্রতি সম্মান জানাতে এই উদ্যোগ। এবার আর্জেন্টিনার এক সেনেটর সেদেশের মুদ্রায় ম্যারাডোনার ছবি অঙ্কিত করতে চান।
সিনেটর নরমা দুরাঙ্গো গত সোমবার কংগ্রেসে এই প্রস্তাব পেশ করেন। তিনি এমনকি, এক হাজার পেসো (আর্জেন্টিনার মুদ্রা) নোটে ‘হ্যান্ড অব গড’-এর ছবিও চান। বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল নোটে দেখানো নিয়ে আপত্তি তুলেছেন অনেকে।
১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ওই বিতর্কিত গোল করেন ম্যারাডোনা। যদিও সেই ম্যাচেই শতাব্দীসেরা গোলও উপহার দেন আর্জেন্টিনার তারকা। নরমা বলেন, ‘আমাদের লক্ষ্য, ম্যারাডোনাকে স্মরণীয় করে রাখা। তিনি হলেন বিশ্বের দরবারে সেরা আর্জেন্টাইন। ভালো
হোন কিংবা খারাপ। আমার প্রস্তাব অনেকেরই পছন্দ হয়েছে, তবে কিছু মানুষ মেনে নেননি।’ এখন এক হাজার পেসো নোটে রয়েছে আর্জেন্টিনার জাতীয় পাখি রুফস হর্নরোর ছবি। গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা।