অনেকদূর যেতে চান সুস্মিতা
জাতীয় টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন সুস্মিতা সেন ফিরে গেছেন ঝালকাঠি। বাবা-মা খুব খুশি। বাবা অমল চন্দ্র সেন একসময় চেয়েছিলেন মেয়ে যেন পড়াশোনা শেষে ভালো চাকরি করে। এখন তিনিও চাইছেন টেনিস নিয়েই পড়ে থাকুক মেয়ে।
বাবার চাওয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সুস্মিতাও বলেন, ‘সব বাবা-মা’ই আগে চায় সন্তানের শিক্ষা।’ ঝালকাঠি মহিলা কলেজের ছাত্রী সুস্মিতারও চাওয়া আছে। ‘অনেকদূর যেতে চাই’, কাল মুঠোফোনে বলছিলেন তিনি বাড়ির পাশের টেনিস কোর্ট রং করতে দেখার সময়। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভক্ত অমল মেয়ের নামও রাখেন সাবেক বিশ্ব সুন্দরীর নামে। মেয়ে টেনিসের টানে র্যাকেট হাতে তুলে নেয়ায় এতটুকু বিরাগ নেই তার।
বরং তিনি খুশি সুস্মিতা টেনিসের র্যাকেট হাতে তুলে নেয়ায়। ব্যাডমিন্টন দিয়ে খেলায় হাতেখড়ি। টেনিসে খেলছেন বছরছয়েক ধরে। টেনিসই এখন সুস্মিতার ধ্যান-জ্ঞান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনেকদূর যেতে চান সুস্মিতা
জাতীয় টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন সুস্মিতা সেন ফিরে গেছেন ঝালকাঠি। বাবা-মা খুব খুশি। বাবা অমল চন্দ্র সেন একসময় চেয়েছিলেন মেয়ে যেন পড়াশোনা শেষে ভালো চাকরি করে। এখন তিনিও চাইছেন টেনিস নিয়েই পড়ে থাকুক মেয়ে।
বাবার চাওয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সুস্মিতাও বলেন, ‘সব বাবা-মা’ই আগে চায় সন্তানের শিক্ষা।’ ঝালকাঠি মহিলা কলেজের ছাত্রী সুস্মিতারও চাওয়া আছে। ‘অনেকদূর যেতে চাই’, কাল মুঠোফোনে বলছিলেন তিনি বাড়ির পাশের টেনিস কোর্ট রং করতে দেখার সময়। বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভক্ত অমল মেয়ের নামও রাখেন সাবেক বিশ্ব সুন্দরীর নামে। মেয়ে টেনিসের টানে র্যাকেট হাতে তুলে নেয়ায় এতটুকু বিরাগ নেই তার।
বরং তিনি খুশি সুস্মিতা টেনিসের র্যাকেট হাতে তুলে নেয়ায়। ব্যাডমিন্টন দিয়ে খেলায় হাতেখড়ি। টেনিসে খেলছেন বছরছয়েক ধরে। টেনিসই এখন সুস্মিতার ধ্যান-জ্ঞান।