জিমিদের করোনা পরীক্ষা আজ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করেছেন হকি খেলোয়াড়রা। ডাক পাওয়া ৩২ জনের মধ্যে ৩১ জন রিপোর্ট করেছেন।
গোলকিপার আবু সাঈদ নিপ্পন ব্যক্তিগত অসুবিধার জন্য প্রথমদিন ক্যাম্পে যোগ দিতে পারেননি। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ডরমেটরিতে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের। আজ সকালে সবার করোনা পরীক্ষা করা হবে।
কোচ মাহবুব হারুন বলেন, ‘রোববার ৩১ জন রিপোর্ট করেছে। আবু সাঈদ নিপ্পন ব্যক্তিগত কারণে অনুপস্থিত রয়েছে। আগামীকাল (আজ) সকাল ৯টায় সবার নমুনা নেওয়া হবে। যারা নেগেটিভ হবে তাদের নিয়ে মঙ্গলবার বিকালে অনুশীলন শুরু করব ইনশাআল্লাহ।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জিমিদের করোনা পরীক্ষা আজ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করেছেন হকি খেলোয়াড়রা। ডাক পাওয়া ৩২ জনের মধ্যে ৩১ জন রিপোর্ট করেছেন।
গোলকিপার আবু সাঈদ নিপ্পন ব্যক্তিগত অসুবিধার জন্য প্রথমদিন ক্যাম্পে যোগ দিতে পারেননি। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ডরমেটরিতে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের। আজ সকালে সবার করোনা পরীক্ষা করা হবে।
কোচ মাহবুব হারুন বলেন, ‘রোববার ৩১ জন রিপোর্ট করেছে। আবু সাঈদ নিপ্পন ব্যক্তিগত কারণে অনুপস্থিত রয়েছে। আগামীকাল (আজ) সকাল ৯টায় সবার নমুনা নেওয়া হবে। যারা নেগেটিভ হবে তাদের নিয়ে মঙ্গলবার বিকালে অনুশীলন শুরু করব ইনশাআল্লাহ।’