নিজেকে ফিরে পাওয়ার আশায় মিরাজ
বাংলাদেশ উইন্ডিজ সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই নিজেকে ফিরে পেতে আশায় বুক বাঁধছেন মেহেদী হাসান মিরাজ। এর কারণও আছে।
ক্যারিবীয়দের বিপক্ষে আগে ভালো করেছেন তিনি। তবে এই অফ-স্পিনার ভালো খেলবেন এমন কোনো নিশ্চয়তা দেননি। ‘সুযোগ পেলে চেষ্টা করব ভালো খেলার,’ বলেছেন তিনি।
বুধবার মিরাজ বলেন, ‘আমি সবশেষ কয়েকটা ম্যাচে দেশে কিংবা দেশের বাইরে ভালো করতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছুটা বাড়তি সুবিধা পাব। তাদের বিপক্ষে আগেও ভালো করেছি, টেস্ট ও ওয়ানডে দুটোতেই।’
এদিকে অনুশীলন ক্যাম্পে প্রথম দিন সৌম্য সরকারের চেয়ে নেটে বেশি দেখা যায় নাজমুল হোসেন শান্তকে। অনেকের প্রশ্ন, তাহলে কি শান্ত এগিয়ে আছেন? সৌম্যর ওয়ানডে ক্রিকেটে যে অতীত রেকর্ড তাতে সহজে তাকে বাইরে রাখা যাবে না। খর্বশক্তির ক্যারিবীয়দের বিপক্ষে নির্বাচকরা ঝালিয়ে নেবেন অন্যদেরও।
মোসাদ্দেক হোসেনের সঙ্গে ফিনিশারের জন্য আরও দু-একজনকে এই সিরিজে দেখে নিতে চাইবেন নির্বাচকরা। মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে আফিফ হোসেনও খেলবেন প্রস্তুতি ম্যাচে। তরুণ পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারলে একজনের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
টানা চারদিন অনুশীলনের পর আজ নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য চূড়ান্ত দল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশ উইন্ডিজ সিরিজ
নিজেকে ফিরে পাওয়ার আশায় মিরাজ
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই নিজেকে ফিরে পেতে আশায় বুক বাঁধছেন মেহেদী হাসান মিরাজ। এর কারণও আছে।
ক্যারিবীয়দের বিপক্ষে আগে ভালো করেছেন তিনি। তবে এই অফ-স্পিনার ভালো খেলবেন এমন কোনো নিশ্চয়তা দেননি। ‘সুযোগ পেলে চেষ্টা করব ভালো খেলার,’ বলেছেন তিনি।
বুধবার মিরাজ বলেন, ‘আমি সবশেষ কয়েকটা ম্যাচে দেশে কিংবা দেশের বাইরে ভালো করতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছুটা বাড়তি সুবিধা পাব। তাদের বিপক্ষে আগেও ভালো করেছি, টেস্ট ও ওয়ানডে দুটোতেই।’
এদিকে অনুশীলন ক্যাম্পে প্রথম দিন সৌম্য সরকারের চেয়ে নেটে বেশি দেখা যায় নাজমুল হোসেন শান্তকে। অনেকের প্রশ্ন, তাহলে কি শান্ত এগিয়ে আছেন? সৌম্যর ওয়ানডে ক্রিকেটে যে অতীত রেকর্ড তাতে সহজে তাকে বাইরে রাখা যাবে না। খর্বশক্তির ক্যারিবীয়দের বিপক্ষে নির্বাচকরা ঝালিয়ে নেবেন অন্যদেরও।
মোসাদ্দেক হোসেনের সঙ্গে ফিনিশারের জন্য আরও দু-একজনকে এই সিরিজে দেখে নিতে চাইবেন নির্বাচকরা। মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে আফিফ হোসেনও খেলবেন প্রস্তুতি ম্যাচে। তরুণ পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারলে একজনের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
টানা চারদিন অনুশীলনের পর আজ নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য চূড়ান্ত দল।