দুই পড়শির দ্বৈরথে বসুন্ধরা জয়রথে
বসুন্ধরা ২, ০ বারিধারা
ক্রীড়া প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেডারেশন কাপে যেখানে শেষ করেছিল বসুন্ধরা কিংস, প্রিমিয়ার ফুটবল লিগে সেখান থেকেই শুরু করল তারা। তাদের অভিধানে জয় শব্দটার প্রাবল্য। ফেডারেশন কাপজয়ী কিংস তাই প্রিমিয়ার লিগ শুরু করবে জয় দিয়ে, এতে অবাক হওয়ার কি আছে।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচে বসুন্ধরা ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা ও মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম গোল দুটি করেন। দুই প্রতিবেশীর দ্বৈরথে বারিধারা লড়াই করলেও ম্যাচের ৩৫ মিনিটে তাদের প্রতিরোধের বাঁধ ভেঙে যায়।
বসুন্ধরা ও বারিধারা দুদলের কারোরই হোম ভেন্যু নয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বসুন্ধরার নতুন হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং বারিধারার টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম। এ বিষয়ে বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারী বলেন, ‘বসুন্ধরার হোম ভেন্যু হিসেবে ম্যাচটি হওয়ার কথা ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। কিন্তু স্টেডিয়াম পরিচর্যার কাজ এখনও চলছে।
তাই বসুন্ধরা তাদের প্রথম হোম ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছে। দুই দলের ফিরতি ম্যাচ হবে টঙ্গীতে।’ ম্যাচের ৩৫ মিনিটে গোল পায় বসুন্ধরা। বারিধারার বক্সের ডান প্রান্ত থেকে উড়ন্ত ক্রস করেন কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। হেডে বিপদমুক্ত করতে যান বারিধারার উজবেক ডিফেন্ডার সাইড্ডোস্টন ফজিলভ। বল ব্যাক হেডে বক্সে পড়লে হেডেই জালে জড়ান কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড বেসেরা (১-০)।
তিনদিন আগে শেষ হওয়া ফেডারেশন কাপের ফাইনালেও শিরোপাজয়ী কিংসের একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন তিনি। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। বল নিয়ে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের বক্সের ভেতরে ঢুকে পড়েন মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। বিপদ বুঝে সামনে এগিয়ে আসেন বারিধারার গোলকিপার মামুন আলিফ। ডান পায়ের প্লেসিং শটে মামুনের পাশ দিয়ে বল জালে জড়ান ইব্রাহিম (২-০)।
এর আগে লিগের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি। এ সময় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান উপস্থিত ছিলেন। গত মৌসুমে লিগ পরিত্যক্ত হয় করোনা সংক্রমণের জেরে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুই পড়শির দ্বৈরথে বসুন্ধরা জয়রথে
বসুন্ধরা ২, ০ বারিধারা
ফেডারেশন কাপে যেখানে শেষ করেছিল বসুন্ধরা কিংস, প্রিমিয়ার ফুটবল লিগে সেখান থেকেই শুরু করল তারা। তাদের অভিধানে জয় শব্দটার প্রাবল্য। ফেডারেশন কাপজয়ী কিংস তাই প্রিমিয়ার লিগ শুরু করবে জয় দিয়ে, এতে অবাক হওয়ার কি আছে।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচে বসুন্ধরা ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা ও মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম গোল দুটি করেন। দুই প্রতিবেশীর দ্বৈরথে বারিধারা লড়াই করলেও ম্যাচের ৩৫ মিনিটে তাদের প্রতিরোধের বাঁধ ভেঙে যায়।
বসুন্ধরা ও বারিধারা দুদলের কারোরই হোম ভেন্যু নয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বসুন্ধরার নতুন হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং বারিধারার টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম। এ বিষয়ে বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারী বলেন, ‘বসুন্ধরার হোম ভেন্যু হিসেবে ম্যাচটি হওয়ার কথা ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। কিন্তু স্টেডিয়াম পরিচর্যার কাজ এখনও চলছে।
তাই বসুন্ধরা তাদের প্রথম হোম ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলেছে। দুই দলের ফিরতি ম্যাচ হবে টঙ্গীতে।’ ম্যাচের ৩৫ মিনিটে গোল পায় বসুন্ধরা। বারিধারার বক্সের ডান প্রান্ত থেকে উড়ন্ত ক্রস করেন কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। হেডে বিপদমুক্ত করতে যান বারিধারার উজবেক ডিফেন্ডার সাইড্ডোস্টন ফজিলভ। বল ব্যাক হেডে বক্সে পড়লে হেডেই জালে জড়ান কিংসের আর্জেন্টাইন ফরোয়ার্ড বেসেরা (১-০)।
তিনদিন আগে শেষ হওয়া ফেডারেশন কাপের ফাইনালেও শিরোপাজয়ী কিংসের একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন তিনি। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। বল নিয়ে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের বক্সের ভেতরে ঢুকে পড়েন মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। বিপদ বুঝে সামনে এগিয়ে আসেন বারিধারার গোলকিপার মামুন আলিফ। ডান পায়ের প্লেসিং শটে মামুনের পাশ দিয়ে বল জালে জড়ান ইব্রাহিম (২-০)।
এর আগে লিগের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি। এ সময় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান উপস্থিত ছিলেন। গত মৌসুমে লিগ পরিত্যক্ত হয় করোনা সংক্রমণের জেরে।