এক ম্যাচ জিতেই চারে বাংলাদেশ
নতুন বছরের প্রথম ম্যাচ কিংবা দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা-এ দুয়ের বাইরেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের গুরুত্ব ছিল আরও বেশি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়েই কাল আইসিসি ওয়ানডে সুপার লিগে যাত্রা শুরু হলো বাংলাদেশের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ওয়ানডে সুপার লিগে শীর্ষ আটে থাকতে হবে। ছয় উইকেটের জয় দিয়ে ওয়ানডে সুপার লিগে পয়েন্টের খাতা খুলল বাংলাদেশ। এক জয়েই ভারতের মতো দলকে পেছনে ফেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান সাতে। ৪০ পয়েন্ট নিয়ে এই তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়া। এ ছাড়া ৩০ ও ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড (ছয় ম্যাচ) ও পাকিস্তান (তিন ম্যাচ)।
ওয়ানডে সুপার লিগ চলবে ২০২৩ সালের মার্চ পর্যন্ত। তখন আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে আয়োজক ভারত এবং অন্য সাত দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। বাকি পাঁচ দলকে সহযোগী দেশগুলোর সঙ্গে খেলতে হবে বাছাইপর্ব। সেখান থেকে বিশ্বকাপে আসবে আরও দুটি দল। এ দশ দল নিয়েই হবে ২০২৩ সালের বিশ্বকাপ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এক ম্যাচ জিতেই চারে বাংলাদেশ
নতুন বছরের প্রথম ম্যাচ কিংবা দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা-এ দুয়ের বাইরেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের গুরুত্ব ছিল আরও বেশি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়েই কাল আইসিসি ওয়ানডে সুপার লিগে যাত্রা শুরু হলো বাংলাদেশের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ওয়ানডে সুপার লিগে শীর্ষ আটে থাকতে হবে। ছয় উইকেটের জয় দিয়ে ওয়ানডে সুপার লিগে পয়েন্টের খাতা খুলল বাংলাদেশ। এক জয়েই ভারতের মতো দলকে পেছনে ফেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান সাতে। ৪০ পয়েন্ট নিয়ে এই তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়া। এ ছাড়া ৩০ ও ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড (ছয় ম্যাচ) ও পাকিস্তান (তিন ম্যাচ)।
ওয়ানডে সুপার লিগ চলবে ২০২৩ সালের মার্চ পর্যন্ত। তখন আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলোর মধ্যে আয়োজক ভারত এবং অন্য সাত দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। বাকি পাঁচ দলকে সহযোগী দেশগুলোর সঙ্গে খেলতে হবে বাছাইপর্ব। সেখান থেকে বিশ্বকাপে আসবে আরও দুটি দল। এ দশ দল নিয়েই হবে ২০২৩ সালের বিশ্বকাপ।