মোস্তাফিজের কাছে আইপিএল নয় দেশ আগে
শ্রীলংকার বিপক্ষে টেস্ট নাকি আইপিএল? সিদ্ধান্ত নেওয়ার ভার মোস্তফিজুর রহমানের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোস্তাফিজ নিজে সিদ্ধান্ত নিতে চান না। বোর্ড যা বলবে মেনে নেবেন তিনি। তার কাছে আইপিএলের চেয়ে দেশ আগে। তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচের সিরিজ খেলতে মঙ্গলবার বিকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে সকালে মিরপুর একাডেমিতে বাঁ-হাতি পেসার মোস্তাফিজ আইপিএলে খেলা নিয়ে বলেন, ‘বিসিবি আমাকে সিদ্ধান্ত নিতে বলেছে। তখন শ্রীলংকা সিরিজ। যদি আমাকে টেস্টে রাখে, তাহলে আমি টেস্ট খেলব। আর যদি না রাখে তাহলে বিসিবি যা বলবে করব।’ এক কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস। শ্রীলংকার বিপক্ষে টেস্ট না খেলে সাকিব আইপিএলে খেলবেন। বিসিবি তাকে ছুটি দিয়েছে। সাকিবের দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠেছে। মোস্তাফিজও আইপিএলে খেলতে ছুটি চাইলে তাকেও বাধা দেবে না বোর্ড। মোস্তাফিজ বলেন, ‘আমার কাছে দেশ আগে। যদি দলে রাখা হয়, যদি বিসিবি ছাড়ে তাহলেই শুধু আইপিএলে খেলব।’
গত বছর মোস্তাফিজকে আইপিএলের দুটি দল নিতে চেয়েছিল। তখন শ্রীলংকা সিরিজ থাকায় তিনি যাননি। মোস্তাফিজ বলেন, ‘আমি গত বছরও আইপিএলে সুযোগ পেয়েছিলাম। শ্রীলংকা সিরিজের কথা ভেবে যাইনি।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মোস্তাফিজের কাছে আইপিএল নয় দেশ আগে
শ্রীলংকার বিপক্ষে টেস্ট নাকি আইপিএল? সিদ্ধান্ত নেওয়ার ভার মোস্তফিজুর রহমানের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোস্তাফিজ নিজে সিদ্ধান্ত নিতে চান না। বোর্ড যা বলবে মেনে নেবেন তিনি। তার কাছে আইপিএলের চেয়ে দেশ আগে। তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচের সিরিজ খেলতে মঙ্গলবার বিকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে সকালে মিরপুর একাডেমিতে বাঁ-হাতি পেসার মোস্তাফিজ আইপিএলে খেলা নিয়ে বলেন, ‘বিসিবি আমাকে সিদ্ধান্ত নিতে বলেছে। তখন শ্রীলংকা সিরিজ। যদি আমাকে টেস্টে রাখে, তাহলে আমি টেস্ট খেলব। আর যদি না রাখে তাহলে বিসিবি যা বলবে করব।’ এক কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস। শ্রীলংকার বিপক্ষে টেস্ট না খেলে সাকিব আইপিএলে খেলবেন। বিসিবি তাকে ছুটি দিয়েছে। সাকিবের দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠেছে। মোস্তাফিজও আইপিএলে খেলতে ছুটি চাইলে তাকেও বাধা দেবে না বোর্ড। মোস্তাফিজ বলেন, ‘আমার কাছে দেশ আগে। যদি দলে রাখা হয়, যদি বিসিবি ছাড়ে তাহলেই শুধু আইপিএলে খেলব।’
গত বছর মোস্তাফিজকে আইপিএলের দুটি দল নিতে চেয়েছিল। তখন শ্রীলংকা সিরিজ থাকায় তিনি যাননি। মোস্তাফিজ বলেন, ‘আমি গত বছরও আইপিএলে সুযোগ পেয়েছিলাম। শ্রীলংকা সিরিজের কথা ভেবে যাইনি।’