সাকিব-বিতর্কে গা বাঁচিয়ে চলার নীতি ডমিঙ্গোর
ক্রিকইনফো
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিবের আইপিএলে খেলার সিদ্ধান্ত সমালোচনার ঝড় তুলেছে। এই বিতর্কে গা বাঁচিয়ে চলার নীতি অবলম্বন করলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ‘কোচ হিসাবে অবশ্যই আমি সাকিবকে সব সময় দলে চাইব। অন্যদিকে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে অন্য সুযোগগুলো নিয়েও সে ভাবতে পারে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তারই। চূড়ান্ত মূল্যায়ন না করে তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত আমাদের।’ ঘরের মাঠে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার
ক্ষত নিয়ে তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচের সিরিজ খেলতে কাল নিউজিল্যান্ড গেল বাংলাদেশ দল। তার আগে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সফরের চ্যালেঞ্জ নিয়ে নিজের ভাবনা জানালেন ডমিঙ্গো। নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। এবার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কাজটা আরও কঠিন হওয়ার কথা। তবে ডমিঙ্গো আশা ছাড়ছেন না, ‘আমরা জানি, সফরটা কঠিন হবে। এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে নিউজিল্যান্ড। তবে আমি যতদিন বাংলাদেশে আছি, দেখেছি ৫০ ওভারের ফরম্যাট দারুণ উপভোগ করে দলের অধিকাংশ ক্রিকেটার। এটা তাদের গর্বের জায়গা। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছি। সাকিবকে ছাড়া খুব
বেশি ওয়ানডে আমরা খেলি না। দলের ভারসাম্যের জন্য তার জায়গায় একজন অলরাউন্ডার খুঁজে
বের করতে হবে। মিরাজ দেখিয়েছে, টেস্টে
কাজটা সে পারে। কিন্তু আমাদের আরও বিকল্প দরকার। এ ছাড়া লোয়ার-মিডলঅর্ডারে একজন পাওয়ার হিটার ও ফিনিশার দরকার। এই জায়গাগুলোতে উন্নতি করতে চাই আমরা।’
ডমিঙ্গো বলেন, ‘টেস্টে আমাদের যেখানে থাকা উচিত সেখান থেকে অনেক দূরে আমরা। টেস্ট দলের সংস্কৃতি আগে বদলাতে হবে। আমাদের এমন সব খেলোয়াড় খুঁজে বের করতে হবে যাদের টেস্ট খেলার ক্ষুধা, সামর্থ্য ও মানসিকতা আছে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাকিব-বিতর্কে গা বাঁচিয়ে চলার নীতি ডমিঙ্গোর
এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিবের আইপিএলে খেলার সিদ্ধান্ত সমালোচনার ঝড় তুলেছে। এই বিতর্কে গা বাঁচিয়ে চলার নীতি অবলম্বন করলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ‘কোচ হিসাবে অবশ্যই আমি সাকিবকে সব সময় দলে চাইব। অন্যদিকে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে অন্য সুযোগগুলো নিয়েও সে ভাবতে পারে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তারই। চূড়ান্ত মূল্যায়ন না করে তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত আমাদের।’ ঘরের মাঠে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার
ক্ষত নিয়ে তিনটি করে ওয়ানডে ও টি ২০ ম্যাচের সিরিজ খেলতে কাল নিউজিল্যান্ড গেল বাংলাদেশ দল। তার আগে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সফরের চ্যালেঞ্জ নিয়ে নিজের ভাবনা জানালেন ডমিঙ্গো। নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। এবার সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কাজটা আরও কঠিন হওয়ার কথা। তবে ডমিঙ্গো আশা ছাড়ছেন না, ‘আমরা জানি, সফরটা কঠিন হবে। এই মুহূর্তে দুর্দান্ত ক্রিকেট খেলছে নিউজিল্যান্ড। তবে আমি যতদিন বাংলাদেশে আছি, দেখেছি ৫০ ওভারের ফরম্যাট দারুণ উপভোগ করে দলের অধিকাংশ ক্রিকেটার। এটা তাদের গর্বের জায়গা। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছি। সাকিবকে ছাড়া খুব
বেশি ওয়ানডে আমরা খেলি না। দলের ভারসাম্যের জন্য তার জায়গায় একজন অলরাউন্ডার খুঁজে
বের করতে হবে। মিরাজ দেখিয়েছে, টেস্টে
কাজটা সে পারে। কিন্তু আমাদের আরও বিকল্প দরকার। এ ছাড়া লোয়ার-মিডলঅর্ডারে একজন পাওয়ার হিটার ও ফিনিশার দরকার। এই জায়গাগুলোতে উন্নতি করতে চাই আমরা।’
ডমিঙ্গো বলেন, ‘টেস্টে আমাদের যেখানে থাকা উচিত সেখান থেকে অনেক দূরে আমরা। টেস্ট দলের সংস্কৃতি আগে বদলাতে হবে। আমাদের এমন সব খেলোয়াড় খুঁজে বের করতে হবে যাদের টেস্ট খেলার ক্ষুধা, সামর্থ্য ও মানসিকতা আছে।’