কচি রানীদের জীবন-যন্ত্রণা
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
ক্রীড়া প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সকালে উশুর অনূর্ধ্ব-৭০ কেজিতে স্বর্ণ জেতার পর ৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকাল গড়াতেই পল্টনের কাবাডি স্টেডিয়ামে হাজির।
আনসারকে যে কাবাডির ফাইনালে তুলতে হবে। কচি রানী মন্ডলের কথা বলা হচ্ছে। ‘পাঁচ বছরের মেয়ে ধরিত্রী সারথী এবং ১৯ মাসের ছেলে শ্যামসুন্দরকে নিয়ে অনেক কষ্ট করেছি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে খেলার জন্য। আমার সেই কষ্ট অর্ধেক সার্থক হয়েছে,’ বলছিলেন তিনি।
সাতক্ষীরার মেয়ে কচি আনসারে চাকরি পেয়ে ২০১০ সালে কাবাডিতে আসেন। একের পর এক সাফল্য ধরা দিতে থাকে। ২০১৪ দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসে যেতে পারেননি। তখন তিনি সন্তানসম্ভবা। সেই দুঃখ অবশ্য ভুলেছেন চার বছর পর জাকার্তায়। পাঁচ বছরের মেয়ে আর দেড় বছরের ছেলেকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
কচির কথা, ‘সকাল-বিকাল মেয়েকে খাওয়াতে হয়। ছেলেকেও। সংসারের কাজ তো আছেই। চাকরি বাঁচিয়ে রাখতে খেলতে হচ্ছে। এভাবেই আমাকে চলতে হয়।’ তিনি যোগ করেন, ‘উশু খেলার জন্য বিকেএসপিতে গিয়েছি আগেই। এখন কাবাডি খেলতে মতিঝিলের একটি হোটেলে উঠেছি। ছেলে-মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি। সবসময় খোঁজ নিতে হচ্ছে তারা খাচ্ছে কি না। আবার সময়মতো অনুশীলনও করতে হচ্ছে। দলকে পদক এনে দিতে হচ্ছে। না হলে চাকরিটা যে টিকবে না। কি আর করব, এটাই আমাদের জীবন।’
কাবাডি
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস পুরুষ ও নারী কাবাডির ফাইনাল আজ।
কাবাডি স্টেডিয়ামে বেলা ২টা ৪৫ মিনিটে নারী বিভাগে স্বর্ণপদকের জন্য লড়বে বাংলাদেশ আনসার ও পুলিশ। বেলা সাড়ে ৩টায় স্বর্ণপদকের জন্য লড়বে বিমানবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভলিবল
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ভলিবলের পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার স্বর্ণপদক জিতেছে। বৃহস্পতিবার নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ বিমানবাহিনীকে ৩-১ সেটে হারিয়ে স্বর্ণ জেতে সেনাবাহিনী। নারী বিভাগে পুলিশকে ৩-১ সেটে হারিয়ে আনসার স্বর্ণ জেতে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
ক্রিকেট
চন্দ্রদীপ দক্ষিণাঞ্চলকে বৃহস্পতিবার ৪০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে জাহাঙ্গিরাবাদ মধ্যাঞ্চল। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ফাইনালে আগামীকাল মধ্যাঞ্চলের প্রতিপক্ষ বরেন্দ্র উত্তরাঞ্চল। বরিশাল স্টেডিয়ামে কাল প্রথমে ব্যাট করে ২১১ রান তোলে মধ্যাঞ্চল। ৭৫ রান করেন আরিফুল ইসলাম। তিনটি করে উইকেট নেন রাশেদুর ও হাসিব। জবাবে ১৭১ রান করে দক্ষিণাঞ্চল। সর্বোচ্চ ৫২ রান করেন হাবিবুর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
কচি রানীদের জীবন-যন্ত্রণা
সকালে উশুর অনূর্ধ্ব-৭০ কেজিতে স্বর্ণ জেতার পর ৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকাল গড়াতেই পল্টনের কাবাডি স্টেডিয়ামে হাজির।
আনসারকে যে কাবাডির ফাইনালে তুলতে হবে। কচি রানী মন্ডলের কথা বলা হচ্ছে। ‘পাঁচ বছরের মেয়ে ধরিত্রী সারথী এবং ১৯ মাসের ছেলে শ্যামসুন্দরকে নিয়ে অনেক কষ্ট করেছি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে খেলার জন্য। আমার সেই কষ্ট অর্ধেক সার্থক হয়েছে,’ বলছিলেন তিনি।
সাতক্ষীরার মেয়ে কচি আনসারে চাকরি পেয়ে ২০১০ সালে কাবাডিতে আসেন। একের পর এক সাফল্য ধরা দিতে থাকে। ২০১৪ দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসে যেতে পারেননি। তখন তিনি সন্তানসম্ভবা। সেই দুঃখ অবশ্য ভুলেছেন চার বছর পর জাকার্তায়। পাঁচ বছরের মেয়ে আর দেড় বছরের ছেলেকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
কচির কথা, ‘সকাল-বিকাল মেয়েকে খাওয়াতে হয়। ছেলেকেও। সংসারের কাজ তো আছেই। চাকরি বাঁচিয়ে রাখতে খেলতে হচ্ছে। এভাবেই আমাকে চলতে হয়।’ তিনি যোগ করেন, ‘উশু খেলার জন্য বিকেএসপিতে গিয়েছি আগেই। এখন কাবাডি খেলতে মতিঝিলের একটি হোটেলে উঠেছি। ছেলে-মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি। সবসময় খোঁজ নিতে হচ্ছে তারা খাচ্ছে কি না। আবার সময়মতো অনুশীলনও করতে হচ্ছে। দলকে পদক এনে দিতে হচ্ছে। না হলে চাকরিটা যে টিকবে না। কি আর করব, এটাই আমাদের জীবন।’
কাবাডি
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস পুরুষ ও নারী কাবাডির ফাইনাল আজ।
কাবাডি স্টেডিয়ামে বেলা ২টা ৪৫ মিনিটে নারী বিভাগে স্বর্ণপদকের জন্য লড়বে বাংলাদেশ আনসার ও পুলিশ। বেলা সাড়ে ৩টায় স্বর্ণপদকের জন্য লড়বে বিমানবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভলিবল
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ভলিবলের পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার স্বর্ণপদক জিতেছে। বৃহস্পতিবার নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ বিমানবাহিনীকে ৩-১ সেটে হারিয়ে স্বর্ণ জেতে সেনাবাহিনী। নারী বিভাগে পুলিশকে ৩-১ সেটে হারিয়ে আনসার স্বর্ণ জেতে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
ক্রিকেট
চন্দ্রদীপ দক্ষিণাঞ্চলকে বৃহস্পতিবার ৪০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে জাহাঙ্গিরাবাদ মধ্যাঞ্চল। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ফাইনালে আগামীকাল মধ্যাঞ্চলের প্রতিপক্ষ বরেন্দ্র উত্তরাঞ্চল। বরিশাল স্টেডিয়ামে কাল প্রথমে ব্যাট করে ২১১ রান তোলে মধ্যাঞ্চল। ৭৫ রান করেন আরিফুল ইসলাম। তিনটি করে উইকেট নেন রাশেদুর ও হাসিব। জবাবে ১৭১ রান করে দক্ষিণাঞ্চল। সর্বোচ্চ ৫২ রান করেন হাবিবুর।