টেস্ট অধিনায়ক হয়েই খুশি কামিন্স
টিম পেইন সরে দাঁড়ানোর পর গত পরশু অস্ট্রেলিয়া টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন প্যাট কামিন্স। এখন সীমিত ওভারের দলেও ২৮ বছর বয়সি এই পেসারকে অধিনায়ক হিসাবে দেখতে চান সাবেকদের অনেকে। কিন্তু কামিন্স নিজেই সাদা বলের নেতৃত্বে আগ্রহী নন। সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক ৩৫ বছর বয়সি অ্যারন ফিঞ্চ। তার নেতৃত্বেই এবার টি ২০ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দেশকে নেতৃত্ব দিতে চান ফিঞ্চ। কিন্তু বয়সের কারণে এখনই তার বিকল্প ভাবার পরামর্শ দিচ্ছেন সাবেকরা। তাতে অবশ্য সায় নেই কামিন্সের। লাল ও সাদা বলে ভিন্ন নেতৃত্বেই আস্থা কামিন্সের, ‘অধিনায়ক হিসাবে আমার যাত্রা সবে শুরু হলো। এই মুহূর্তে সংস্করণ ভেদে ভিন্ন অধিনায়ক আমার পছন্দ। সব সংস্করণের নেতৃত্ব আমার জন্য বাড়াবাড়ি হয়ে যাবে। আমি টেস্ট নেতৃত্বেই পুরো মনোযোগ দিতে চাই। সীমিত ওভারে খুব ভালো করছে অ্যারন। সাদা বলের দায়িত্বে পরে যে-ই আসুক না কেন, সে তার মতো করে দল পরিচালনা করবে। আমার মনোযোগ শুধু টেস্টে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টেস্ট অধিনায়ক হয়েই খুশি কামিন্স
টিম পেইন সরে দাঁড়ানোর পর গত পরশু অস্ট্রেলিয়া টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন প্যাট কামিন্স। এখন সীমিত ওভারের দলেও ২৮ বছর বয়সি এই পেসারকে অধিনায়ক হিসাবে দেখতে চান সাবেকদের অনেকে। কিন্তু কামিন্স নিজেই সাদা বলের নেতৃত্বে আগ্রহী নন। সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক ৩৫ বছর বয়সি অ্যারন ফিঞ্চ। তার নেতৃত্বেই এবার টি ২০ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দেশকে নেতৃত্ব দিতে চান ফিঞ্চ। কিন্তু বয়সের কারণে এখনই তার বিকল্প ভাবার পরামর্শ দিচ্ছেন সাবেকরা। তাতে অবশ্য সায় নেই কামিন্সের। লাল ও সাদা বলে ভিন্ন নেতৃত্বেই আস্থা কামিন্সের, ‘অধিনায়ক হিসাবে আমার যাত্রা সবে শুরু হলো। এই মুহূর্তে সংস্করণ ভেদে ভিন্ন অধিনায়ক আমার পছন্দ। সব সংস্করণের নেতৃত্ব আমার জন্য বাড়াবাড়ি হয়ে যাবে। আমি টেস্ট নেতৃত্বেই পুরো মনোযোগ দিতে চাই। সীমিত ওভারে খুব ভালো করছে অ্যারন। সাদা বলের দায়িত্বে পরে যে-ই আসুক না কেন, সে তার মতো করে দল পরিচালনা করবে। আমার মনোযোগ শুধু টেস্টে।’