হোবার্টে হেডের ব্যাটে মাথা উঁচু অস্ট্রেলিয়ার
jugantor
হোবার্ট টেস্ট
হোবার্টে হেডের ব্যাটে মাথা উঁচু অস্ট্রেলিয়ার

  ক্রীড়া ডেস্ক  

১৫ জানুয়ারি ২০২২, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

দিনের শুরুতে বৃষ্টি, শেষেও বৃষ্টি। মাঝে যে ৫৯.৩ ওভার খেলা হলো তাতে থাকল রোমাঞ্চের রসদ। শুক্রবার হোবাটে ডে-নাইট টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে শুরুর ধাক্কা সামলে ছয় উইকেটে ২৪১ রান তুলেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথমদিনটা পুরোপুরি ইংল্যান্ডের হতে দেননি ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিন। হেডের জায়গায় সুযোগ পেয়ে আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছিলেন উসমান খাজা। করোনামুক্ত হয়ে শেষ টেস্টে দলে ফিরে হেডও দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন। ঝলমলে ফিফটিতে তাকে সঙ্গ দিলেন ক্যামেরন গ্রিন। শেষ সেশনে বৃষ্টি বাগড়া দেওয়ার আগে দুজনকেই ফিরিয়ে ইংল্যান্ড ফিরেছে ম্যাচে।

আগেই সিরিজ হেরে বসা ইংল্যান্ড এবারের অ্যাশেজে প্রথম জয়ের খোঁজে একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। সবুজ উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টুয়ার্ট ব্রড ও ওলি রবিনসনের গোলাপি ছোবলে শুরুতে চোখে অন্ধকার দেখছিল অস্ট্রেলিয়া। ১২ রানে নেই তিন উইকেট! ২২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ডেভিড ওয়ার্নার। স্টিভেন স্মিথও ডাক মারেন। উসমান খাজা আউট ছয় রানে। চতুর্থ উইকেটে ৭১ রানের জুটিতে বিভীষিকাময় শুরুর ধাক্কা সামাল দেন মার্নাস লাবুশেন ও হেড। এই জুটি ভাঙে হাস্যকর এক আউটে। ব্রডের বলে পা পিছলে পড়ে বোল্ড লাবুশেন (৪৪)। এরপর হেড ও গ্রিনের ১২১ রানের আগ্রাসী জুটিতে উলটো চাপে পড়ে যায় ইংল্যান্ড। মাত্র ১১২ বলে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক তুলে নেওয়া হেডকে ১০১ রানে থামান ক্রিস ওকস। ১০৯ বলে ৭৪ রান করে মার্ক উডের শিকার গ্রিন। ক্রিজে আছেন অ্যালেক্স ক্যারি (১০*) ও মিচেল স্টার্ক (০*)। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ব্রড ও রবিনসন।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৪১/৬ (মার্নাস লাবুশেন ৪৪, ট্রাভিস হেড ১০১, ক্যামেরন গ্রিন ৭৪, অ্যালেক্স ক্যারি ১০*। স্টুয়ার্ট ব্রড ২/৪৮, ওলি রবিনসন ২/২৪)।

হোবার্ট টেস্ট

হোবার্টে হেডের ব্যাটে মাথা উঁচু অস্ট্রেলিয়ার

 ক্রীড়া ডেস্ক 
১৫ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

দিনের শুরুতে বৃষ্টি, শেষেও বৃষ্টি। মাঝে যে ৫৯.৩ ওভার খেলা হলো তাতে থাকল রোমাঞ্চের রসদ। শুক্রবার হোবাটে ডে-নাইট টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে শুরুর ধাক্কা সামলে ছয় উইকেটে ২৪১ রান তুলেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথমদিনটা পুরোপুরি ইংল্যান্ডের হতে দেননি ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিন। হেডের জায়গায় সুযোগ পেয়ে আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছিলেন উসমান খাজা। করোনামুক্ত হয়ে শেষ টেস্টে দলে ফিরে হেডও দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন। ঝলমলে ফিফটিতে তাকে সঙ্গ দিলেন ক্যামেরন গ্রিন। শেষ সেশনে বৃষ্টি বাগড়া দেওয়ার আগে দুজনকেই ফিরিয়ে ইংল্যান্ড ফিরেছে ম্যাচে।

আগেই সিরিজ হেরে বসা ইংল্যান্ড এবারের অ্যাশেজে প্রথম জয়ের খোঁজে একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। সবুজ উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টুয়ার্ট ব্রড ও ওলি রবিনসনের গোলাপি ছোবলে শুরুতে চোখে অন্ধকার দেখছিল অস্ট্রেলিয়া। ১২ রানে নেই তিন উইকেট! ২২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ডেভিড ওয়ার্নার। স্টিভেন স্মিথও ডাক মারেন। উসমান খাজা আউট ছয় রানে। চতুর্থ উইকেটে ৭১ রানের জুটিতে বিভীষিকাময় শুরুর ধাক্কা সামাল দেন মার্নাস লাবুশেন ও হেড। এই জুটি ভাঙে হাস্যকর এক আউটে। ব্রডের বলে পা পিছলে পড়ে বোল্ড লাবুশেন (৪৪)। এরপর হেড ও গ্রিনের ১২১ রানের আগ্রাসী জুটিতে উলটো চাপে পড়ে যায় ইংল্যান্ড। মাত্র ১১২ বলে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক তুলে নেওয়া হেডকে ১০১ রানে থামান ক্রিস ওকস। ১০৯ বলে ৭৪ রান করে মার্ক উডের শিকার গ্রিন। ক্রিজে আছেন অ্যালেক্স ক্যারি (১০*) ও মিচেল স্টার্ক (০*)। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ব্রড ও রবিনসন।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৪১/৬ (মার্নাস লাবুশেন ৪৪, ট্রাভিস হেড ১০১, ক্যামেরন গ্রিন ৭৪, অ্যালেক্স ক্যারি ১০*। স্টুয়ার্ট ব্রড ২/৪৮, ওলি রবিনসন ২/২৪)।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন