ফিরলেন আলভেস নেইমারকে ছাড়াই ব্রাজিল দল

 ক্রীড়া ডেস্ক 
১৫ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

বার্সেলোনায় নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন এ মাসেই। দ্বিতীয় মেয়াদে কাতালানদের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেই ব্রাজিল জাতীয় দলে ফিরলেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের পরেই দুটি ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। নিজেকে শতভাগ ফিট প্রমাণ করে ৩৮ বছর বয়সে আলভেস দলে ফিরলেও চোটের কারণে নেই নেইমার। কাতার বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় দলে খুব বেশি পরিবর্তন আনেননি তিতে। করোনার দুই ডোজ টিকা না নেওয়ায় বাদ পড়েছেন আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার রেনান লোদি। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ডাক পেয়েছেন আরেক রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন