দানকার ডানা কেটে দিলেন হালেপ
দ্বিতীয় রাউন্ডে ইউএস ওপেনজয়ী ব্রিটিশ টেনিস সেনসেশন এমা রাদুকানুকে হারিয়ে সবার নজর কেড়েছিলেন মন্টেনেগ্রোর মেয়ে দানকা কোভিনিচ। তার স্বপ্নযাত্রা দীর্ঘ হলো না। তৃতীয় রাউন্ডে শিরোপার অন্যতম দাবিদার সিমোনা হালেপের কাছে পাত্তাই পেলেন না কোভিনিচ। মাত্র ৬৪ মিনিটে ৬-২, ৬-১ গেমের দাপুটে জয়ে শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে পা রাখলেন সাবেক নাম্বার ওয়ান হালেপ। দুটি গ্র্যান্ড স্লামজয়ী রুমানিয়ান তারকার প্রতিপক্ষ এবার ফ্রান্সের অ্যালিজ কর্নেট। মেয়েদের দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেংকা ও সপ্তম বাছাই ইগা সইয়াতেকও কাল শেষ ষোলোর টিকিট কেটেছেন।
পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ ও চতুর্থ বাছাই স্তেফানোস সিৎসিপাস। নাম্বার ওয়ান নোভাক জোকোভিচের অনুপস্থিতিতে মেলবোর্নের নতুন রাজা হওয়ার লড়াইয়ে এ দুজনই এবার এগিয়ে আছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দানকার ডানা কেটে দিলেন হালেপ
দ্বিতীয় রাউন্ডে ইউএস ওপেনজয়ী ব্রিটিশ টেনিস সেনসেশন এমা রাদুকানুকে হারিয়ে সবার নজর কেড়েছিলেন মন্টেনেগ্রোর মেয়ে দানকা কোভিনিচ। তার স্বপ্নযাত্রা দীর্ঘ হলো না। তৃতীয় রাউন্ডে শিরোপার অন্যতম দাবিদার সিমোনা হালেপের কাছে পাত্তাই পেলেন না কোভিনিচ। মাত্র ৬৪ মিনিটে ৬-২, ৬-১ গেমের দাপুটে জয়ে শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে পা রাখলেন সাবেক নাম্বার ওয়ান হালেপ। দুটি গ্র্যান্ড স্লামজয়ী রুমানিয়ান তারকার প্রতিপক্ষ এবার ফ্রান্সের অ্যালিজ কর্নেট। মেয়েদের দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেংকা ও সপ্তম বাছাই ইগা সইয়াতেকও কাল শেষ ষোলোর টিকিট কেটেছেন।
পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ ও চতুর্থ বাছাই স্তেফানোস সিৎসিপাস। নাম্বার ওয়ান নোভাক জোকোভিচের অনুপস্থিতিতে মেলবোর্নের নতুন রাজা হওয়ার লড়াইয়ে এ দুজনই এবার এগিয়ে আছেন।