কোহলির ১৭ কোটির ক্লাবে রাহুল
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৮ আইপিএলে ১৭ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২২ আইপিএলের মেগা নিলামের আগে কোহলির সেই রেকর্ডে ভাগ বসালেন আরেক ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। রেডর্কছোঁয়া ১৭ কোটি রুপি পারিশ্রমিকে রাহুলকে দলে টেনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ।
আইপিএলের নতুন দুই দল লখনৌ ও আহমেদাবাদ নিলামের আগে তিনজন করে খেলোয়াড় সরাসরি দলে নেওয়ার সুযোগ পেয়েছে। রাহুলের পাশাপাশি মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি) ও রবি বিষ্ণুকে (চার কোটি রুপি) দলে টেনেছে লখনৌ।
আহমেদাবাদ নিলামের আগে নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও শুবমান গিলকে। হার্দিক ও আফগান স্পিনার রশিদ পাচ্ছেন ১৫ কোটি রুপি করে। গিলের পারিশ্রমিক আট কোটি রুপি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোহলির ১৭ কোটির ক্লাবে রাহুল
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৮ আইপিএলে ১৭ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২২ আইপিএলের মেগা নিলামের আগে কোহলির সেই রেকর্ডে ভাগ বসালেন আরেক ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। রেডর্কছোঁয়া ১৭ কোটি রুপি পারিশ্রমিকে রাহুলকে দলে টেনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ।
আইপিএলের নতুন দুই দল লখনৌ ও আহমেদাবাদ নিলামের আগে তিনজন করে খেলোয়াড় সরাসরি দলে নেওয়ার সুযোগ পেয়েছে। রাহুলের পাশাপাশি মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি) ও রবি বিষ্ণুকে (চার কোটি রুপি) দলে টেনেছে লখনৌ।
আহমেদাবাদ নিলামের আগে নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও শুবমান গিলকে। হার্দিক ও আফগান স্পিনার রশিদ পাচ্ছেন ১৫ কোটি রুপি করে। গিলের পারিশ্রমিক আট কোটি রুপি।