কোহলির ১৭ কোটির ক্লাবে রাহুল
jugantor
কোহলির ১৭ কোটির ক্লাবে রাহুল

  ক্রীড়া ডেস্ক  

২৩ জানুয়ারি ২০২২, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৮ আইপিএলে ১৭ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২২ আইপিএলের মেগা নিলামের আগে কোহলির সেই রেকর্ডে ভাগ বসালেন আরেক ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। রেডর্কছোঁয়া ১৭ কোটি রুপি পারিশ্রমিকে রাহুলকে দলে টেনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ।

আইপিএলের নতুন দুই দল লখনৌ ও আহমেদাবাদ নিলামের আগে তিনজন করে খেলোয়াড় সরাসরি দলে নেওয়ার সুযোগ পেয়েছে। রাহুলের পাশাপাশি মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি) ও রবি বিষ্ণুকে (চার কোটি রুপি) দলে টেনেছে লখনৌ।

আহমেদাবাদ নিলামের আগে নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও শুবমান গিলকে। হার্দিক ও আফগান স্পিনার রশিদ পাচ্ছেন ১৫ কোটি রুপি করে। গিলের পারিশ্রমিক আট কোটি রুপি।

কোহলির ১৭ কোটির ক্লাবে রাহুল

 ক্রীড়া ডেস্ক 
২৩ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার বিরাট কোহলি। ২০১৮ আইপিএলে ১৭ কোটি রুপিতে তাকে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২২ আইপিএলের মেগা নিলামের আগে কোহলির সেই রেকর্ডে ভাগ বসালেন আরেক ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। রেডর্কছোঁয়া ১৭ কোটি রুপি পারিশ্রমিকে রাহুলকে দলে টেনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ।

আইপিএলের নতুন দুই দল লখনৌ ও আহমেদাবাদ নিলামের আগে তিনজন করে খেলোয়াড় সরাসরি দলে নেওয়ার সুযোগ পেয়েছে। রাহুলের পাশাপাশি মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি) ও রবি বিষ্ণুকে (চার কোটি রুপি) দলে টেনেছে লখনৌ।

আহমেদাবাদ নিলামের আগে নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়া, রশিদ খান ও শুবমান গিলকে। হার্দিক ও আফগান স্পিনার রশিদ পাচ্ছেন ১৫ কোটি রুপি করে। গিলের পারিশ্রমিক আট কোটি রুপি।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন