৬৩ বারের চেষ্টায় শেষ আটে ‘ডায়নোসার’
নাওমি ওসাকা, এমারাদুকানু ও ভিক্টোরিয়া আজারেংকার পর এবার অঘটনের মিছিলে নাম লেখালেন নারী টেনিসের আরও দুই নক্ষত্র সিমোনা হালেপ ও আরিয়ানা সাবালেংকা। দুটি গ্র্যান্ড স্লামজয়ী রুমানিয়ান তারকা হালেপকে সোমবর ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ‘ফরাসি ডায়নোসার’ খ্যাত অ্যালিজ কর্নেট। ৬৩ বারের চেষ্টায় এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের শেষ আটে পা রাখলেন ৩২ বছর বয়সি কর্নেট।
এস্তোনিয়ার ৩৬ বছর বয়সি কাইয়া কানেপিও বুড়ো হাড়ের ভেলকিতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জায়গা করে নিয়েছেন। তিন সেটের লড়াইয়ে তিনি হারিয়েছেন দ্বিতীয় বাছাই সাবালেংকাকে। পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ ও চতুর্থ বাছাই স্তেফানোস সিৎসিপাস।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৬৩ বারের চেষ্টায় শেষ আটে ‘ডায়নোসার’
নাওমি ওসাকা, এমারাদুকানু ও ভিক্টোরিয়া আজারেংকার পর এবার অঘটনের মিছিলে নাম লেখালেন নারী টেনিসের আরও দুই নক্ষত্র সিমোনা হালেপ ও আরিয়ানা সাবালেংকা। দুটি গ্র্যান্ড স্লামজয়ী রুমানিয়ান তারকা হালেপকে সোমবর ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ‘ফরাসি ডায়নোসার’ খ্যাত অ্যালিজ কর্নেট। ৬৩ বারের চেষ্টায় এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের শেষ আটে পা রাখলেন ৩২ বছর বয়সি কর্নেট।
এস্তোনিয়ার ৩৬ বছর বয়সি কাইয়া কানেপিও বুড়ো হাড়ের ভেলকিতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জায়গা করে নিয়েছেন। তিন সেটের লড়াইয়ে তিনি হারিয়েছেন দ্বিতীয় বাছাই সাবালেংকাকে। পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ ও চতুর্থ বাছাই স্তেফানোস সিৎসিপাস।