এশিয়াডের বহর বাড়তে পারে
চীনের হাংঝুতে ১০-২৫ সেপ্টেম্বর বসবে এশিয়ান গেমসের আসর। এশিয়াডের ১৬টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এগুলো হলো-অ্যাথলেটিক্স (পুরুষ), সাঁতার (পুরুষ ও নারী), আরচারি (পুরুষ ও নারী), ক্রিকেট (পুরুষ ও নারী), ফেন্সিং (পুরুষ ও নারী), ফুটবল (পুরুষ), হকি (পুরুষ), গলফ (পুরুষ), জিমন্যাস্টিক্স (পুরুষ ও নারী), কাবাডি (পুরুষ ও নারী), কারাতে (পুরুষ ও নারী), ব্রিজ (পুরুষ), শুটিং (পুরুষ ও নারী), তায়কোয়ান্দো (পুরুষ ও নারী), ভারোত্তোলন (পুরুষ ও নারী) এবং দাবা (পুরুষ ও নারী)। এশিয়াডের নতুন ইভেন্ট ই-স্পোর্টসেও অংশ নিতে আগ্রহী বিওএ। এছাড়া নারী ফুটবল এবং অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিতে পারে বাংলাদেশ। এ দুটি ইভেন্টের জন্য দেরিতে আবেদন করেছে বিওএ। যদি তা মঞ্জুর হয় এশিয়ান গেমস কর্তৃপক্ষের কাছে, তাহলে বহর বেড়ে শতাধিকে পৌঁছতে পারে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এশিয়াডের বহর বাড়তে পারে
চীনের হাংঝুতে ১০-২৫ সেপ্টেম্বর বসবে এশিয়ান গেমসের আসর। এশিয়াডের ১৬টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এগুলো হলো-অ্যাথলেটিক্স (পুরুষ), সাঁতার (পুরুষ ও নারী), আরচারি (পুরুষ ও নারী), ক্রিকেট (পুরুষ ও নারী), ফেন্সিং (পুরুষ ও নারী), ফুটবল (পুরুষ), হকি (পুরুষ), গলফ (পুরুষ), জিমন্যাস্টিক্স (পুরুষ ও নারী), কাবাডি (পুরুষ ও নারী), কারাতে (পুরুষ ও নারী), ব্রিজ (পুরুষ), শুটিং (পুরুষ ও নারী), তায়কোয়ান্দো (পুরুষ ও নারী), ভারোত্তোলন (পুরুষ ও নারী) এবং দাবা (পুরুষ ও নারী)। এশিয়াডের নতুন ইভেন্ট ই-স্পোর্টসেও অংশ নিতে আগ্রহী বিওএ। এছাড়া নারী ফুটবল এবং অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিতে পারে বাংলাদেশ। এ দুটি ইভেন্টের জন্য দেরিতে আবেদন করেছে বিওএ। যদি তা মঞ্জুর হয় এশিয়ান গেমস কর্তৃপক্ষের কাছে, তাহলে বহর বেড়ে শতাধিকে পৌঁছতে পারে।