জামালে মুগ্ধ কাবরেরা
ঢাকা আবাহনী ও উত্তর বারিধারার পর সাইফ স্পোর্টিং ক্লাবে গেলেন জাতীয় ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। মঙ্গলবার কাওলায় সাইফের অনুশীলনের ফাঁকে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে প্রায় ঘণ্টাদুয়েক কথা বলেন কাবরেরা। জাতীয় দলের শক্তি-দুর্বলতা নতুন কোচের সঙ্গে শেয়ার করেন জামাল। নতুন পদ্ধতিতে খেলার জন্য জাতীয় দলের সবাই প্রস্তুত বলে জানিয়েছেন এই মিডফিল্ডার। আগে থেকেই জামালকে চেনেন কাবরেরা। আলোচনা শেষে ডেনমার্ক প্রবাসী ফুটবলারকে নিয়ে মুগ্ধতা ঝরেছে ৩৭ বছর বয়সি কোচের কথায়, ‘তার সম্পর্কে আমি জানি। যদি ভুল না বলে থাকি, তাহলে সে-ই সাইফ স্পোর্টিংয়ের প্রাণভোমরা। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। জাতীয় দলেও তার পারফরম্যান্স ভালো। তার সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছে। আমি তার খেলা দেখেছি।’ জামাল ভূঁইয়া বলেন, ‘স্প্যানিশ কোচরা ইংলিশদের চেয়ে একটু ব্যতিক্রম হয়ে থাকেন। তারা পায়ে বল বেশি রাখার পক্ষে। বল নিজেদের কাছে রেখে খেলাতে চান। বল পজেশন এবং গোল করাটাই মূল কথা। কারণ আমরা গোল কম করি।’ কোচের সঙ্গে কী কথা হয়েছে? অধিনায়কের উত্তর ‘উনার সঙ্গে আগেও আমার একটা মিটিং হয়েছে। উনার আইডিয়া শুনেছি। উনি কী চান তা বোঝার চেষ্টা করেছি।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জামালে মুগ্ধ কাবরেরা
ঢাকা আবাহনী ও উত্তর বারিধারার পর সাইফ স্পোর্টিং ক্লাবে গেলেন জাতীয় ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। মঙ্গলবার কাওলায় সাইফের অনুশীলনের ফাঁকে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে প্রায় ঘণ্টাদুয়েক কথা বলেন কাবরেরা। জাতীয় দলের শক্তি-দুর্বলতা নতুন কোচের সঙ্গে শেয়ার করেন জামাল। নতুন পদ্ধতিতে খেলার জন্য জাতীয় দলের সবাই প্রস্তুত বলে জানিয়েছেন এই মিডফিল্ডার। আগে থেকেই জামালকে চেনেন কাবরেরা। আলোচনা শেষে ডেনমার্ক প্রবাসী ফুটবলারকে নিয়ে মুগ্ধতা ঝরেছে ৩৭ বছর বয়সি কোচের কথায়, ‘তার সম্পর্কে আমি জানি। যদি ভুল না বলে থাকি, তাহলে সে-ই সাইফ স্পোর্টিংয়ের প্রাণভোমরা। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। জাতীয় দলেও তার পারফরম্যান্স ভালো। তার সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগছে। আমি তার খেলা দেখেছি।’ জামাল ভূঁইয়া বলেন, ‘স্প্যানিশ কোচরা ইংলিশদের চেয়ে একটু ব্যতিক্রম হয়ে থাকেন। তারা পায়ে বল বেশি রাখার পক্ষে। বল নিজেদের কাছে রেখে খেলাতে চান। বল পজেশন এবং গোল করাটাই মূল কথা। কারণ আমরা গোল কম করি।’ কোচের সঙ্গে কী কথা হয়েছে? অধিনায়কের উত্তর ‘উনার সঙ্গে আগেও আমার একটা মিটিং হয়েছে। উনার আইডিয়া শুনেছি। উনি কী চান তা বোঝার চেষ্টা করেছি।’