একটি মনোনয়নপত্রে আপত্তি পরে গ্রহণ
ব্যাডমিন্টনের নির্বাচন
ক্রীড়া প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে ৪৯ মনোনয়নপত্রই বৈধ হয়েছে। বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এবং একই পদের প্রার্থী কবিরুল ইসলাম শিকদারের মনোনয়নপত্রে সমর্থকের সই নিয়ে আপত্তি ছিল। মঙ্গলবার শুনানি শেষে তা বৈধ বলে গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান। তার কথায়, ‘কবির শিকদারের মনোনয়নপত্রে সমর্থক হিসাবে সই করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর তারিকুল আনাম। পরে তিনি জানান, ওই সই তার নয়। বিষয়টি যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার কবির শিকদারের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন।’ ২৪ কার্যনির্বাহী সদস্যের বিপরীতে ৪৯ মনোনয়নপত্রের মধ্যে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের ২৬টি এবং জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাবেক শাটলার, সাবেক সাধারণ সম্পাদক ও গুলশান স্পোর্টিং ক্লাবের জোবায়েদুর রহমান রানার প্যানেলে জমা পড়েছে ২২টি মনোনয়নপত্র।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্যাডমিন্টনের নির্বাচন
একটি মনোনয়নপত্রে আপত্তি পরে গ্রহণ
ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনে ৪৯ মনোনয়নপত্রই বৈধ হয়েছে। বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক এবং একই পদের প্রার্থী কবিরুল ইসলাম শিকদারের মনোনয়নপত্রে সমর্থকের সই নিয়ে আপত্তি ছিল। মঙ্গলবার শুনানি শেষে তা বৈধ বলে গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) শেখ হামিম হাসান। তার কথায়, ‘কবির শিকদারের মনোনয়নপত্রে সমর্থক হিসাবে সই করেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর তারিকুল আনাম। পরে তিনি জানান, ওই সই তার নয়। বিষয়টি যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার কবির শিকদারের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন।’ ২৪ কার্যনির্বাহী সদস্যের বিপরীতে ৪৯ মনোনয়নপত্রের মধ্যে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের ২৬টি এবং জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া সাবেক শাটলার, সাবেক সাধারণ সম্পাদক ও গুলশান স্পোর্টিং ক্লাবের জোবায়েদুর রহমান রানার প্যানেলে জমা পড়েছে ২২টি মনোনয়নপত্র।