নির্বাচন পেছাল ব্যাডমিন্টনের
নির্ধারিত সময়ের চার দিন আগে পিছিয়ে দেওয়া হলো ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন, যা ৩১ জানুয়ারি হওয়ার কথা ছিল। এখন নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) ও প্রধান নির্বাচন কমিশনার শেখ হামিম হাসান এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। আগের দিন রাতে নির্বাচন স্থগিতের আদেশ জারি করা হয়েছিল।
সূত্রে জানা যায়, বেশ কয়েকজন কাউন্সিলর করোনায় আক্রান্ত হওয়ায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আমির হোসেন বাহার এবং সাবেক তারকা শাটলার জোবায়েদুর রহমান রানার প্যানেল থেকে নির্বাচন স্থগিতের আবেদন করেন কেউ কেউ। অ্যাডহক কমিটির বিদায়ি সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারও নির্বাচন স্থগিতের জন্য আবেদন করেছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নির্বাচন পেছাল ব্যাডমিন্টনের
নির্ধারিত সময়ের চার দিন আগে পিছিয়ে দেওয়া হলো ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন, যা ৩১ জানুয়ারি হওয়ার কথা ছিল। এখন নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) ও প্রধান নির্বাচন কমিশনার শেখ হামিম হাসান এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। আগের দিন রাতে নির্বাচন স্থগিতের আদেশ জারি করা হয়েছিল।
সূত্রে জানা যায়, বেশ কয়েকজন কাউন্সিলর করোনায় আক্রান্ত হওয়ায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের আমির হোসেন বাহার এবং সাবেক তারকা শাটলার জোবায়েদুর রহমান রানার প্যানেল থেকে নির্বাচন স্থগিতের আবেদন করেন কেউ কেউ। অ্যাডহক কমিটির বিদায়ি সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদারও নির্বাচন স্থগিতের জন্য আবেদন করেছিলেন।