সৈয়দপুরে জয়ী যুগান্তর
‘মাদককে না বলুন, খেলাধুলায় অংশগ্রহণ করুন’-এই স্লোগানে সৈয়দপুর শহরের স্থানীয় শেরেবাংলা খেলার মাঠে কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সৈয়দপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহিনের উদ্যোগে প্রতিযোগিতায় বাঁশবাড়ির নয়টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। বিশেষ অতিথি পৌর মেয়র রাফিকা আকতার জাহান।
বৃহস্পতিবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচ শুরুর আগে আয়োজক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহিন খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেন। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন সাংবাদিক ও কবি সৈয়দা রুখসানা জামান শানু। এরপর ১৪নং ওয়ার্ডের প্রয়াত সাবেক দুই কাউন্সিলর মোস্তফা কামাল এবং শামসুল হকের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন। টসে জিতে ব্যাটিং করতে নামে সৈয়দপুর যুগান্তর ক্রিকেট ক্লাব বাঁশবাড়ি। ১২ ওভারে যুগান্তর করে ১৭৯ রান। ১৮০-র টাগের্টে ব্যাটিং করতে নামে ইয়াং থান্ডারস ক্রিকেট ক্লাব, বাঁশবাড়ি। কিন্তু জয়ের মুকুট তাদের মাথায় ওঠেনি। ১১৯রানে জয়ী হয় যুগান্তর ক্রিকেট ক্লাব বাঁশবাড়ি।
ম্যান অব দ্য ম্যাচ হন ‘যুগান্তর ক্রিকেট ক্লাবের’ মো. সাজ্জাদ। সাজ্জাদ ৫৭ রান করেন। সাবেক খেলোয়াড়দের সম্মানিত করা হয়। উৎসবমুখর পরিবেশে ‘যুগান্তর ক্রিকেট ক্লাব’ জয়ের মাধ্যমে কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়। চূড়ান্ত খেলা ৩১ জানুয়ারি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সৈয়দপুরে জয়ী যুগান্তর
‘মাদককে না বলুন, খেলাধুলায় অংশগ্রহণ করুন’-এই স্লোগানে সৈয়দপুর শহরের স্থানীয় শেরেবাংলা খেলার মাঠে কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সৈয়দপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহিনের উদ্যোগে প্রতিযোগিতায় বাঁশবাড়ির নয়টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। বিশেষ অতিথি পৌর মেয়র রাফিকা আকতার জাহান।
বৃহস্পতিবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচ শুরুর আগে আয়োজক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহিন খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেন। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য দেন সাংবাদিক ও কবি সৈয়দা রুখসানা জামান শানু। এরপর ১৪নং ওয়ার্ডের প্রয়াত সাবেক দুই কাউন্সিলর মোস্তফা কামাল এবং শামসুল হকের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন। টসে জিতে ব্যাটিং করতে নামে সৈয়দপুর যুগান্তর ক্রিকেট ক্লাব বাঁশবাড়ি। ১২ ওভারে যুগান্তর করে ১৭৯ রান। ১৮০-র টাগের্টে ব্যাটিং করতে নামে ইয়াং থান্ডারস ক্রিকেট ক্লাব, বাঁশবাড়ি। কিন্তু জয়ের মুকুট তাদের মাথায় ওঠেনি। ১১৯রানে জয়ী হয় যুগান্তর ক্রিকেট ক্লাব বাঁশবাড়ি।
ম্যান অব দ্য ম্যাচ হন ‘যুগান্তর ক্রিকেট ক্লাবের’ মো. সাজ্জাদ। সাজ্জাদ ৫৭ রান করেন। সাবেক খেলোয়াড়দের সম্মানিত করা হয়। উৎসবমুখর পরিবেশে ‘যুগান্তর ক্রিকেট ক্লাব’ জয়ের মাধ্যমে কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়। চূড়ান্ত খেলা ৩১ জানুয়ারি।