ফাইনালে হার বাংলাদেশের
jugantor
ফাইনালে হার বাংলাদেশের

  ক্রীড়া প্রতিবেদক  

১৬ মে ২০২২, ০০:০০:০০  |  প্রিন্ট সংস্করণ

এএইচএফ কাপে ওমানকে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে তার প্রতিশোধ নিল মধ্যপ্রাচ্যের দেশটি। রোববার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বাছাইপর্বের ফাইনালে ওমান ৬-২ গোলে হারায় রাসেল মাহমুদ জিমি, সারোয়ার হোসেনদের। আট বছর আগে এই ওমানকে একই টুর্নামেন্টে ৬-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপে বাংলাদেশ ওমানকে হারিয়েছিল টাইব্রেকার শুটআউটে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে বাংলাদেশ ৬-৪ গোলে জয় পায়। গত কয়েক বছরে হকিতে বাংলাদেশের অন্যতম প্রবল প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দেশটি। এই দুই দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। গত নয় বছরে দশবার দুই দল মুখোমুখি হয়েছে। যার মধ্যে পাঁচটি করে ম্যাচ জিতেছিল দু’দলই। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। কাল ম্যাচের প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। ৩-০ গোলে এগিয়ে থাকে ওমান। তিন মিনিটে পেনাল্টি কর্নার থেকে আল শাব্বি আম্মার গোল করেন (১-০)। চার মিনিট পর ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন আল ফাহাদ (২-০)।

মিনিট দুয়েক পর আল সালাহর ফিল্ড গোলে প্রথম কোয়ার্টারেই তিন গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটেই আল কাসমি আসাদ মোবারক ফিল্ড গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে একেবারে ছিটকে দেন (৪-০)। চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের প্রথম গোল করেন (১-৪)। মিনিট তিনেক পরেই ওমানের আল ফাজারি রাশাদের গোলে স্কোরলাইন ৫-১ হয়। ম্যাচের অন্তিম সময়ে আল শিবলি আসামা ফিল্ড গোল করলে ৬-১ গোলের ব্যবধান হয়। ফজলে রাব্বি শেষ মিনিটে ফিল্ড গোল করলে পরাজয়ের ব্যবধান কমে ৬-২ এ। ফাইনালে হারলেও আগেই এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে লাল-সবুজের হকি দল।

ফাইনালে হার বাংলাদেশের

 ক্রীড়া প্রতিবেদক 
১৬ মে ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

এএইচএফ কাপে ওমানকে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে তার প্রতিশোধ নিল মধ্যপ্রাচ্যের দেশটি। রোববার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বাছাইপর্বের ফাইনালে ওমান ৬-২ গোলে হারায় রাসেল মাহমুদ জিমি, সারোয়ার হোসেনদের। আট বছর আগে এই ওমানকে একই টুর্নামেন্টে ৬-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপে বাংলাদেশ ওমানকে হারিয়েছিল টাইব্রেকার শুটআউটে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে বাংলাদেশ ৬-৪ গোলে জয় পায়। গত কয়েক বছরে হকিতে বাংলাদেশের অন্যতম প্রবল প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দেশটি। এই দুই দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। গত নয় বছরে দশবার দুই দল মুখোমুখি হয়েছে। যার মধ্যে পাঁচটি করে ম্যাচ জিতেছিল দু’দলই। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল বাংলাদেশ। কাল ম্যাচের প্রথম কোয়ার্টারেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। ৩-০ গোলে এগিয়ে থাকে ওমান। তিন মিনিটে পেনাল্টি কর্নার থেকে আল শাব্বি আম্মার গোল করেন (১-০)। চার মিনিট পর ফিল্ড গোল থেকে ব্যবধান দ্বিগুণ করেন আল ফাহাদ (২-০)।

মিনিট দুয়েক পর আল সালাহর ফিল্ড গোলে প্রথম কোয়ার্টারেই তিন গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটেই আল কাসমি আসাদ মোবারক ফিল্ড গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে একেবারে ছিটকে দেন (৪-০)। চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের প্রথম গোল করেন (১-৪)। মিনিট তিনেক পরেই ওমানের আল ফাজারি রাশাদের গোলে স্কোরলাইন ৫-১ হয়। ম্যাচের অন্তিম সময়ে আল শিবলি আসামা ফিল্ড গোল করলে ৬-১ গোলের ব্যবধান হয়। ফজলে রাব্বি শেষ মিনিটে ফিল্ড গোল করলে পরাজয়ের ব্যবধান কমে ৬-২ এ। ফাইনালে হারলেও আগেই এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে লাল-সবুজের হকি দল।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন