এভাবে কি ফাইনালে যেতে চেয়েছিলেন নাদাল?
দ্বিতীয় সেটের খেলা চলছে। তখনই চোট পান আলেকজান্ডার জেরেভ। কোর্টে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এরপর কোর্টের বাইরে নিয়ে যাওয়া হয় হুইলচেয়ারে। কোর্টে ফেরেন ক্রাচ হাতে। বোঝাই যাচ্ছিল, আর খেলতে পারবেন না। ফরাসি ওপেনের সেমিফাইনালে এরআগে এমন দৃশ্য কবে দেখা গেছে, কে বলতে পারবেন।
রাফায়েল নাদাল নিজেও কি ভেবেছিলেন প্রতিপক্ষের আচমকা চোটে এভাবে শেষ হবে ম্যাচটা? প্রথম সেট গড়িয়েছিল টাইব্রেকারে। নাদাল জেতেন ৭-৬ (১০/৮) গেমে। দ্বিতীয় সেটও টাইব্রেকারে গড়ায়। ফল যখন ৬-৬, তখনই চোট পান জেরেভ। কোর্টে শুয়ে পড়েন তিনি। আশঙ্কা করা হচ্ছে, চোট গুরুতর।
জেরেভকে কোর্টে শুয়ে পড়তে দেখে নাদাল ছুটে আসেন। যন্ত্রণাক্লিষ্ট জার্মান প্রতিপক্ষকে সান্ত্বনা দেন। জেরেভ লকার
রুমে যাওয়ার পর নাদাল বসে পড়েন নিজের আসনে। জেরেভের আর ফেরা হয়নি। নাদাল পৌঁছে যান নিজের ১৪তম ফরাসি ওপেনের ফাইনালে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এভাবে কি ফাইনালে যেতে চেয়েছিলেন নাদাল?
দ্বিতীয় সেটের খেলা চলছে। তখনই চোট পান আলেকজান্ডার জেরেভ। কোর্টে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এরপর কোর্টের বাইরে নিয়ে যাওয়া হয় হুইলচেয়ারে। কোর্টে ফেরেন ক্রাচ হাতে। বোঝাই যাচ্ছিল, আর খেলতে পারবেন না। ফরাসি ওপেনের সেমিফাইনালে এরআগে এমন দৃশ্য কবে দেখা গেছে, কে বলতে পারবেন।
রাফায়েল নাদাল নিজেও কি ভেবেছিলেন প্রতিপক্ষের আচমকা চোটে এভাবে শেষ হবে ম্যাচটা? প্রথম সেট গড়িয়েছিল টাইব্রেকারে। নাদাল জেতেন ৭-৬ (১০/৮) গেমে। দ্বিতীয় সেটও টাইব্রেকারে গড়ায়। ফল যখন ৬-৬, তখনই চোট পান জেরেভ। কোর্টে শুয়ে পড়েন তিনি। আশঙ্কা করা হচ্ছে, চোট গুরুতর।
জেরেভকে কোর্টে শুয়ে পড়তে দেখে নাদাল ছুটে আসেন। যন্ত্রণাক্লিষ্ট জার্মান প্রতিপক্ষকে সান্ত্বনা দেন। জেরেভ লকার
রুমে যাওয়ার পর নাদাল বসে পড়েন নিজের আসনে। জেরেভের আর ফেরা হয়নি। নাদাল পৌঁছে যান নিজের ১৪তম ফরাসি ওপেনের ফাইনালে।