রোহিতের বিকল্প মায়াঙ্ক
সময়টা খুব ভালো যাচ্ছিল না মায়াঙ্ক আগারওয়ালের। তবে অন্যদের দুঃসময় এবার সুখবর বয়ে আনল তার জন্য। বাদ পড়া এই ওপেনার নাটকীয়ভাবে আবার ডাক পেলেন ভারতের টেস্ট দলে।
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের ভারতীয় দলে যুক্ত করা হয়েছে মায়াঙ্ককে। সোমবারই ইংল্যান্ডে উড়ে গেছেন ৩১ বছর বয়সি ওপেনার। সবশেষ কোভিড বিধি অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হবে না তাকে। তাই দলের প্রয়োজন হলে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে খেলতেও তার কোনো বাধা নেই।
এমনিতে এই টেস্টের জন্য গত মাসে ঘোষিত দল থেকে বাদ পড়েছিলেন মায়াঙ্ক। তবে দল ঘোষণার পর চোটে পড়েন লোকেশ রাহুল। ইংল্যান্ডে যাওয়ার পর কোভিড পজিটিভ হন রোহিত শর্মা। এতেই মায়াঙ্কের ফেরার দুয়ার খুলে যায়। রোহিত শেষ পর্যন্ত সুস্থ হতে না পারলে একাদশেও দেখা যেতে পারে মায়াঙ্ককে।গত মার্চে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দুই টেস্টে মাত্র ৫৯ রান করেন মায়াঙ্ক। এরপর আইপিএল কাটে তার হতাশাজনকভাবে। পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে আসরে মাত্র ১৯৬ রান করেন ১৬.৩৩ গড়ে। পরে রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্নাটকের হারের ম্যাচে দুই ইনিংস খেলে করেন ১০ ও ২২।
এরপরও আচমকাই সুযোগটি পেলেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১ টেস্ট খেলে চার সেঞ্চুরিতে তার রান ১৪৮৮, গড় ৪১.৩৩।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রোহিতের বিকল্প মায়াঙ্ক
সময়টা খুব ভালো যাচ্ছিল না মায়াঙ্ক আগারওয়ালের। তবে অন্যদের দুঃসময় এবার সুখবর বয়ে আনল তার জন্য। বাদ পড়া এই ওপেনার নাটকীয়ভাবে আবার ডাক পেলেন ভারতের টেস্ট দলে।
ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের ভারতীয় দলে যুক্ত করা হয়েছে মায়াঙ্ককে। সোমবারই ইংল্যান্ডে উড়ে গেছেন ৩১ বছর বয়সি ওপেনার। সবশেষ কোভিড বিধি অনুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হবে না তাকে। তাই দলের প্রয়োজন হলে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে খেলতেও তার কোনো বাধা নেই।
এমনিতে এই টেস্টের জন্য গত মাসে ঘোষিত দল থেকে বাদ পড়েছিলেন মায়াঙ্ক। তবে দল ঘোষণার পর চোটে পড়েন লোকেশ রাহুল। ইংল্যান্ডে যাওয়ার পর কোভিড পজিটিভ হন রোহিত শর্মা। এতেই মায়াঙ্কের ফেরার দুয়ার খুলে যায়। রোহিত শেষ পর্যন্ত সুস্থ হতে না পারলে একাদশেও দেখা যেতে পারে মায়াঙ্ককে।গত মার্চে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দুই টেস্টে মাত্র ৫৯ রান করেন মায়াঙ্ক। এরপর আইপিএল কাটে তার হতাশাজনকভাবে। পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে আসরে মাত্র ১৯৬ রান করেন ১৬.৩৩ গড়ে। পরে রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্নাটকের হারের ম্যাচে দুই ইনিংস খেলে করেন ১০ ও ২২।
এরপরও আচমকাই সুযোগটি পেলেন তিনি। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২১ টেস্ট খেলে চার সেঞ্চুরিতে তার রান ১৪৮৮, গড় ৪১.৩৩।